Sunita Willams: কবে পৃথিবীতে ফিরবেন সুনীতা উইলিয়ামসরা? ABP Ananda Live
ABP Ananda Live: ইন্টারন্যাশনাল স্পেশ স্টেশনে নয় মাসের বেশি সময় ধরে আটকে। কবে, পৃথিবীতে ফিরবেন সুনীতা উইলিয়ামসরা? এনিয়ে প্রতিনিয়ত চর্চা চলছে। এরমধ্যেই এল আরও সুখবর। একদিন আগেই পৃথিবীতে ফিরতে পারেন সুনীতারা। একটু আগেই এই খবর এসেছে নাসার তরফে।
এর আগে খবর ছিল, সুনীতাদের পৃথিবীতে ফিরতে বৃহস্পতিবার হয়ে যেতে পারে। ফ্লোরিডা উপকূলে ঝড় ও বৃষ্টির পূর্বাভাস আছে সপ্তাহের শেষের দিকে। মঙ্গল ও বুধবার আবহাওয়া তুলনামূলক ভাল থাকবে, তাই ওই সময়কেই টার্গেট করছে নাসা। সুনীতা, বুচ উইলমোর ছাড়াও ক্রু নাইনে চেপে পৃথিবীতে ফিরবেন আরও ২ নভশ্চর। কবে সুনীতা উইলিয়ামস ও তাঁর সঙ্গী সুষ্ঠুভাবে পৃথিবীতে ফিরে আসবেন ? তার প্রহর গোনার কাজ শুরু হয়েছে বেশ কয়েকদিন আগে থেকেই। গতকাল নাসা থেকে যে খবর পাওয়া গিয়েছিল সেই অনুযায়ী, ১৯ মার্চ অর্থাৎ বুধবার ভারতীয় সময় সকাল ১০টা ৩৫ মিনিটে ক্রু৯ ছেড়ে আসবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন এবং বৃহস্পতিবার ২০ মার্চ সকাল ৩টে ৩০ মিনিটে এটি পৌঁছবে পৃথিবীতে।


















