আগামী শুক্রবার আমাজন প্রাইম ভিডিওয় মুক্তি পাবে বিদ্যা বালন, যিশু সেনগুপ্ত, সান্য মালহোত্র, অমিত সাধ অভিনীত ‘শকুন্তলা দেবী’। প্রকাশ্যে এল ছবির একটি গান।