Nepal Chaos: নেপালে অশান্তির জেরে বন্ধ শিলিগুড়ি কাঠামাণ্ডু বাস পরিষেবা
ABP Ananda Live: শিলিগুড়ি কাঠামাণ্ডু রুটের বাস পরিষেবা বন্ধ রাখা হল। শিলিগুড়ি কাঠামাণ্ডু বাস পরিষেবা বন্ধ করল NDRTC। NDRTC শিলিগুড়ি কাঠামাণ্ডু বাস চলে,নেপালে অশান্তির জেরে আপাতত সেই পরিষেবা বন্ধ রাখা হয়েছে।
আরও পড়ুন...
গণবিদ্রোহে অগ্নিগর্ভ নেপাল। প্রবল চাপের মুখে ইস্তফা দিলেন প্রধানমন্ত্রী ওলি। বাংলাদেশ মডেলেই নেপালে ওলি সরকারের পতন হল। সংসদ ভবনে ঢুকে পড়লেন আন্দোলনকারীরা। উপ প্রধানমন্ত্রী-সহ একের পর মন্ত্রীর পদত্যাগ করতে বাধ্য হলেন। বিক্ষোভকারীদের তাড়া খেয়ে পালাবার পথ পেলেন না উপপ্রধানমন্ত্রী।
মঙ্গলবার একাধিক মন্ত্রীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। প্রধানমন্ত্রীর বাসভবনে হামলা চালায় আন্দোলনকারীরা। রাষ্ট্রপতির ব্যক্তিগত বাসভবন দখল করে নেয় তারা। প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়ি লক্ষ্য করে পাথরবৃষ্টি হয়। বন্ধ করে দেওয়া হয় আন্তর্জাতিক উড়ান। এরপর সেনা প্রধান পরামর্শ দেন, পরিস্থিতি আর নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না, এবার যেন পদত্যাগ করেন কে পি ওলি।


















