Kasbe News: মনোজিতকে নিয়ে নিজের ভয়ঙ্কর অভিজ্ঞতা জানালেন ল' কলেজের আর এক নিরাপত্তারক্ষী
ABP Ananda LIVE: কসবার সাউথ ক্যালকাটা ল' কলেজে গণধর্ষণকাণ্ডের দিন, সকাল থেকে সন্ধে অবধি ডিউটিতে ছিলেন নিরাপত্তা রক্ষী সঞ্জীব শীল। এই কলেজে মনোজিৎ মিশ্রর দাপট ঠিক কীরকম ছিল হাড়ে হাড়ে টের পেয়েছেন তিনি। ২০২৪ সালে তাঁর নিজের ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে এবিপি আনন্দে এক বিস্ফোরক সাক্ষাৎকার দিয়েছেন সঞ্জীব। যেখানে তিনি জানিয়েছেন--- একদিন তুই-তোকারি করে, অকথ্য় ভাষায় গালিগালাজ করে তাঁকে গেট খুলতে বলেন মনোজিৎ। গেট খুলতে না চাওয়ায় তাঁকে মারধরও করা হয়। এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাকারে সঞ্জীব জানিয়েছেন, তিনি থানায় অভিযোগ জানাতে গেলে, সেখানেও পৌঁছে যান মনোজিৎ। তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেও, তার প্রেক্ষিতে কোনও ব্য়বস্থা হয়েছিল কিনা জানতে পারেনি কসবার কলেজের সদ্য় প্রাক্তন নিরাপত্তারক্ষী সঞ্জীব শীল।



















