Lok Sabha Speaker: ফের লোকসভার স্পিকার হলেন ওম বিড়লা, শুভেচ্ছা জানালেন অখিলেশ যাদব
ABP Ananda LIVE: ফের লোকসভার স্পিকার(lok sabha speaker) হলেন ওম বিড়লা(O M Birla)। শুভেচ্ছা জানালেন অখিলেশ যাদব। ধ্বনি ভোটে স্পিকার নির্বাচনে জয়ী এনডিএ প্রার্থী ওম বিড়লা। টানা দ্বিতীয়বার লোকসভার স্পিকার হলেন ওম বিড়লা। ওম বিড়লাকে স্পিকার করার জন্য লোকসভায় প্রস্তাব আনবেন প্রধানমন্ত্রী। সহমতে নয়, লোকসভার স্পিকারে এবার ভোটাভুটি । লোকসভায় এনডিএ-র আসন ২৯২, ইন্ডিয়া জোটের ২৩৪। এনডিএ প্রার্থী ওম বিড়লা, ইন্ডিয়া জোটের প্রার্থী কে সুরেশ। স্পিকার নির্বাচনে কংগ্রেসের সুরেশকেই সমর্থন তৃণমূলের(tmc)। গতকাল মমতার সঙ্গে রাহুলের কথায় কাটল জট। মমতার সঙ্গে প্রায় ২০ মিনিট ফোনে কথা রাহুলের: সূত্র। স্পিকার নির্বাচনের জন্য় সাংসদদের উদ্দেশ্যে হুইপ জারি কংগ্রেসের(congress)।
পুরকর বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রীর(amata banerjee) ঘোষণায় স্বস্তিতে কোচবিহারের(coochbehar) ব্যবসায়ী মহল। সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। ভর্ৎসনার মুখে পুরসভার চেয়ারম্যান জানিয়েছেন, রাজ্য সরকারি অধীনে থাকা ভ্যালুয়েশন বোর্ডই কর বৃদ্ধির প্রস্তাব করেছিল। এক্ষেত্রে পুরসভার কোনও হাত নেই। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি পর মহিষবাথানে উচ্ছেদ করা হল জবরদখল। কর বাড়ানো নিয়ে তীব্র ভর্ৎসনা করেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষকে। মুখ্য়মন্ত্রীর বার্তার পরই কলকাতা এবং শহরতলিজুড়ে অ্য়াকশন মোডে পুলিশ-প্রশাসন। যার মধ্য়ে অন্য়তম সল্টলেক। সল্টলেক... আমার লজ্জা লাগছে, ইচ্ছেমতো সুজিত বসু লোক বসাচ্ছে। কম্পিটিশন করে। কেন? কেন বাইরের লোক বসবে? ARD অফিসের সামনে, সব এনক্রোচমেন্ট হয়ে গেছে। একটা করে ত্রিপল লাগাচ্ছে, একটা করে বসে পড়ছে। একটা করে ত্রিপল লাগাচ্ছে, একটা করে বসে পড়ছে। কেন? হোয়াই? হোয়াই? হোয়াই?