Rahul Gandhi: 'গঠনমূলক সহযোগিতার কথা বলে বিরোধীদের অপমান করা হচ্ছে', আক্রমণ রাহুল গাঁধীর
ABP Ananda LIVE: 'রাজনাথ সিংহজি(Rajnath Singh) খাড়গেজিকে(mallikarjun Kharge) ফোন করে বলেছিলেন, আমাদের প্রার্থীকে সমর্থন করুন'। 'বিরোধীরা তখনই সবাই মিলে ঠিক করেন, স্পিকারকে সমর্থন করা হবে'। 'প্রধানমন্ত্রী বলেছেন, বিরোধীদের সরকারের সঙ্গে গঠনমূলক সহযোগিতা করতে হবে'। 'কিন্তু রীতি হচ্ছে ডেপুটি স্পিকার বিরোধীদের থেকে হতে হবে'। গঠনমূলক সহযোগিতার কথা বলে এভাবে বিরোধীদের অপমান করা হচ্ছে, প্রতিক্রিয়া রাহুল গাঁধীর।
লোকসভা ভোটে বিপুল জয়ের মধ্য়েও, তৃণমূলের কাঁটা হয়েছে পুরসভাগুলি! লোকসভা ভোটের ফল অনুযায়ী, শহুরে মানুষের একটা বড় অংশই মুখ ফিরিয়ে নিয়েছে রাজ্য়ের শাসক দলের থেকে। এই আবহেই নবান্নে পুর প্রধান ও মন্ত্রীদের বৈঠকের পর সাংবাদিক বৈঠকে নজিরবিহীন ভাবে তৃণমূলের নেতা থেকে মন্ত্রী...পুরসভা থেকে পুলিশ...দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ...বিধায়ক থেকে SDO...পুর প্রশাসক থেকে BLRO...নাম ধরে ধরে ভৎসনা করলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। হুঁশিয়ারি দিলেন সরিয়ে দেওয়ার. মানুষ যদি পরিষেবা না পায় সেই পঞ্চায়েত রাখার কী দরকার? পুরসভা রাখার কী দরকার? নবান্ন সভাঘরে পুরসভাগুলির সঙ্গে বৈঠকে এভাবেই ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে হুঁশিয়ারি দিলেন মন্ত্রী-বিধায়ক এবং পুলিশকেও।