(Source: Poll of Polls)
Narendera Modi: 'ক্ষমতায় থাকার জন্য মানুষের গণতান্ত্রিক অধিকারকে কংগ্রেস নস্যাৎ করেছিল',আক্রমণ মোদির
ABP Ananda LIVE: গতকালের পর আজও আক্রমণ শাণালেন প্রধানমন্ত্রী(Narendra Modi)। 'জরুরী অবস্থার ৫০ বছর পূর্তিতে কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। আজ যেসব মানুষদের শ্রদ্ধা জানানোর দিন যারা জরুরি অবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। জরুরী অবস্থার অন্ধকার দিনগুলি আমাদের মনে করায় কীভাবে মানুষের মৌলিক অধিকার খর্ব করেছিলেন কংগ্রেস। সংবিধানকে বিকৃত করা হয়েছিল। শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য মানুষের গণতান্ত্রিক অধিকারকে কংগ্রেস নস্যাৎ করেছিল'।
লোকসভা ভোটে বিপুল জয়ের মধ্য়েও, তৃণমূলের কাঁটা হয়েছে পুরসভাগুলি! লোকসভা ভোটের ফল অনুযায়ী, শহুরে মানুষের একটা বড় অংশই মুখ ফিরিয়ে নিয়েছে রাজ্য়ের শাসক দলের থেকে। এই আবহেই নবান্নে পুর প্রধান ও মন্ত্রীদের বৈঠকের পর সাংবাদিক বৈঠকে নজিরবিহীন ভাবে তৃণমূলের নেতা থেকে মন্ত্রী...পুরসভা থেকে পুলিশ...দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ...বিধায়ক থেকে SDO...পুর প্রশাসক থেকে BLRO...নাম ধরে ধরে ভৎসনা করলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। হুঁশিয়ারি দিলেন সরিয়ে দেওয়ার. মানুষ যদি পরিষেবা না পায় সেই পঞ্চায়েত রাখার কী দরকার? পুরসভা রাখার কী দরকার? নবান্ন সভাঘরে পুরসভাগুলির সঙ্গে বৈঠকে এভাবেই ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে হুঁশিয়ারি দিলেন মন্ত্রী-বিধায়ক এবং পুলিশকেও।