Belgharia Shootout: বেলঘরিয়া গুলি কাণ্ডে ধৃতদের ৫ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল ব্যারাকপুর মহকুমা আদালত
বেলঘরিয়া (Belgharia) গুলি কাণ্ডে গতকাল গ্রেফতার করা হয় ৬ জনকে। আজ ধৃত ৬ জনকে আজ ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হয়। বেলঘরিয়া থানার পুলিশ আদালতে ধৃতদের ১০ দিনের হেফাজতে নেওয়ার জন্য আবেদন করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন প্রায় ১৫ থেকে ২০ জন দুষ্কৃতী ছিল ঘটনার সময়। বাকি দুষ্কৃতীদের হদিশ পাওয়ার জন্য এবং কী কারণে এই হামলা তা জানার জন্যই পুলিশি হেফাজতের আবেদন করা হয়। আদালত ধৃতদের ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। অন্যদিকে তদন্তে উঠে এসেছে নতুন তথ্য। পুলিশ সূত্রে খবর, ক্লাব দখলকে কেন্দ্র করেই বিবাদের সূত্রপাত হয়। ঘটনার পর অভিযুক্তের বাড়িতেও হামলা করা হয়। ভাঙচুর করা হয় তাঁর বাড়িতে। মূল অভিযুক্তের বাবা জানিয়েছেন যে তাঁর ছেলে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত। পাশাপাশি, ওই ক্লাব দখল করা নিয়ে বারবার দুই দলের মধ্যে বচসা হয়। সেখানে গুলি চালানোর ঘটনায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।