BJP: বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন একাধিক বিধায়ক। Bangla News
সায়ন্তনের পর বিজেপি আরও ‘বিদ্রোহ’, গ্রুপ ছাড়লেন একাধিক বিধায়ক। বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন একাধিক বিধায়ক। গ্রুপ ছাড়লেন বনগাঁ উত্তর, গাইঘাটা, হরিণঘাটার বিজেপি বিধায়ক। গ্রুপ ছাড়লেন রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী।‘রাজ্য কমিটিতে প্রতিনিধিত্ব নেই মতুয়াদের, তারই প্রতিবাদ’।হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে ঘনিষ্ঠমহলে দাবি বিধায়কদের: সূত্র।গ্রুপ ছাড়লেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া। গ্রুপ ছাড়লেন গাইঘাটার বিজেপির বিধায়ক সুব্রত ঠাকুর। গ্রুপ ছাড়লেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। এব্যাপারে কিছু বলব না, প্রতিক্রিয়া অশোক কীর্তনিয়ার। ‘ভোট পরবর্তী সময়ে কমিটি নিয়ে পিছিয়ে পড়া মানুষ খুশি নয়’।সর্বভারতীয় মতুয়া মহাসঙ্ঘের সিদ্ধান্ত, দাবি মুকুটমণির।
এ বিষয় তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় বলেন, আমি এর আগেও বলেছি, বিজেপি একটা ছোট বেলুন। এটাকে ফুলিয়ে অনেক বড় করা হয়েছে। নির্বাচনে খারাপ ফল হওয়ার পর বেলুনটা অনেকটা ফুটো হয়ে গিয়েছিল। এরপর কলকাতা পুরভোটের নির্বাচনের পর বেলুনটা একেবারেই ছোট হয়ে গেছে।
বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, অনেকেরি পদ নিয়ে একটা আকাঙ্খা থাকে। যখন কমিটি হয় তখন এরম মনোমালিন্য হয়।