Municipal Election: রুদ্রনীল থেকে বৈশালী, কলকাতা পুরভোটে BJP-র প্রচারের দায়িত্বে 'পরাজিত'রাই | Bangla News
কলকাতা-হাওড়ায় পুরভোটে বিজেপির একাধিক কমিটি। কলকাতা পুরভোটের দায়িত্বে অর্জুন সিংহ (Arjun Singh), রাজু বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুরভোটের দায়িত্বে পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতো। কলকাতা পুরভোটের প্রচারের দায়িত্বে দীনেশ ত্রিবেদী (Dinesh Trivedi)। দীনেশের নেতৃত্বে বিজেপির প্রচারের দায়িত্বে আরও ৪জন। প্রচারের দায়িত্বে রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh), বৈশালী ডালমিয়া (Baishali Dalmia)-সহ ৪জন। কলকাতা পুরভোটের বিজেপির প্রচার কমিটির ১৪জন সদস্য। প্রচার কমিটির সদস্য রূপা গঙ্গোপাধ্যায় (Rupa Ganguly), স্বপন দাশগুপ্ত, শিশির বাজোরিয়া। কলকাতার ১৩টি বরোর দায়িত্ব দেওয়া হল ১৩জন বিজেপি বিধায়ককে। হাওড়া পুরভোটের দায়িত্বে বিজেপি নেতা রথীন চক্রবর্তী।

ট্রেন্ডিং
সেরা শিরোনাম
