(Source: Poll of Polls)
Rajib Skips BJP Meeting: BJP ক্লোজড চ্যাপ্টার! দলীয় বৈঠকে রাজীবের অনুপস্থিতি ঘিরে জল্পনা তুঙ্গে
হেস্টিংস অফিসে বিজেপির (BJP) বৈঠক। বৈঠকে যোগ দিলেন না রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। রাজীব বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছিল। পাঠানো হয়েছিল লিঙ্কও। কিন্তু তাঁর কাছ থেকে কোনও সাড়া মেলেনি। রাজ্য কমিটির মাত্র ৫০ জনকে বৈঠকের আমন্ত্রণ জানানো হয়। করোনা আবহের কারণেই এই সিদ্ধান্ত। বাকিদের কাছে পাঠানো হবে অডিও-ভিডিও লিঙ্ক। বৈঠকে রয়েছে সহকারী পর্যবেক্ষক অরবিন্দ মেনন (Arvind Menon) সহ অন্য নেতারা।
আগামী তিনমাস দলের কর্মসূচির রূপরেখা চূড়ান্ত করতেই এদিনের এই বৈঠকের আয়োজন। খসড়া কর্মসূচি পেশ হওয়ার পর তা চূড়ান্ত হবে। করোনা আবহে বিজেপি রাজ্য কমিটির ১২৩ জন সদস্যের মধ্যে ৫০ জনকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। বাকিদের কাছে পাঠানো হয় অডিও-ভিডিও লিঙ্ক। উপস্থিত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও (Suvendu Adhikari)।
উল্লেখ্য, কয়েকদিন আগে বিজেপি রাজ্য নেতৃত্বকে জোড়া চিঠি পাঠিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সাংগঠনিক সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীকে মুখবন্ধ খামে একটি চিঠি পাঠিয়েছিলেন তিনি। আর একটি খোলা চিঠিও তিনি পাঠিয়েছিলেন বলে জানা গিয়েছে। মুখবন্ধ খামে রাজীব বন্দ্যোপাধ্যায় কী লিখেছেন, তা নিয়ে মুখ খুলতে চায়নি কোনও পক্ষই। তবে জানা গিয়েছিল, ডোমজুড়ের ঘরছাড়া বিজেপি কর্মী-সমর্থকদের নাম ও ঠিকানার উল্লেখ করে রাজ্য নেতৃত্বের কাছে খোলা চিঠি দিয়েছেন রাজীব।