Sukanta Majumdar : "পরিবারের গুণকীর্তন করতেই হবে", রাজীবের ঘাসফুল শিবিরের প্রশংসা প্রসঙ্গে কটাক্ষ সুকান্তর | Bangla News
৯ মাস পর তৃণমূলে ফিরলেন রাজীব বন্দ্য়োপাধ্য়ায় (Rajib Banerjee)। আগরতলায় অভিষেকের (Abhishek Banerjee) সভামঞ্চে দাঁড়িয়েই পুরনো দলে ফিরলেন তিনি। আলিঙ্গন করে স্বাগত জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। অভিষেকের সভাতেই তৃণমূলে যোগ দিলেন ত্রিপুরায় বিজেপির এক বিধায়ক আশিস দাস। মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee), অভিষেকর বন্দ্য়োপাধ্য়ায় ও তৃণমূলের প্রশংসা করেন রাজীব বন্দ্য়োপাধ্য়ায়।
এই নিয়ে বিজেপির রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "উনি এতদিন ধরে রাজনীতি করার পর সদ্য় রাজনীতিতে আসা একজনের পায়ের কাছে বসবেন, এটা ওঁর ব্যক্তিগত ব্যাপার। উনি পরিবার স্তুতি করছেন। তৃণমূল কংগ্রেস বা কংগ্রেস- এই দলগুলির কাছে পরিবারই প্রথম। পরিবারের গুণকীর্তন করতেই হবে ওই দলগুলো করতে গেলে।"

ট্রেন্ডিং
সেরা শিরোনাম
