Sukhendusekhar Attacks BJP: 'উত্তরবঙ্গকে আলাদা করতে বিধায়কদের প্রশিক্ষণ বিজেপির', আক্রমণ সুখেন্দুশেখরের
আজ সাংবাদিকদের মুখোমুখি হলেন সুখেন্দুশেখর রায়। রাজ্যপাল জগদীপ ধনকড় প্রসঙ্গে তিনি বলেন, ‘রাষ্ট্রপতির ভাষণের ওপর লোকসভা এবং রাজ্যসভাতে ধন্যবাদসূচক প্রস্তাব নিয়ে আলোচনা হয়। তেমনই বিধানসভাতেও রাজ্যপালের ভাষণের ওপর ধন্যবাদসূচক প্রস্তাব এনে আলোচনা করা হয়। সেই আলোচনার সময় বিভিন্ন রাজনৈতিক দল তাদের দৃষ্টিকোণ অনুযায়ী বক্তব্য রাখে। কেউ সাধুবাদ জানান, কেউ বিপক্ষে বলেন, আবার কেউ সমালোচনা করেন। এটা সংসদীয় প্রথা। এই সংসদীয় রীতি যারা মানতে পারে না, তারা সংসদীয় ব্যবস্থাতেই ভরসা হারিয়েছে। বিজেপি উত্তরবঙ্গকে বাংলা থেকে আলাদা করার জন্য নিজেদের বিধায়কদের প্রশিক্ষণ দিচ্ছে।’
আসানসোলে ভ্যাকসিন ক্যাম্পে গিয়ে নিজের হাতে ভ্যাকসিন দিয়ে বিতর্কে প্রাক্তন ডেপুটি মেয়র তবসসুম আরা। পুরসভার ভ্যাকসিন ক্যাম্পে আচমকাই এক মহিলাকে তিনি ভ্যাকসিন দেন। এই প্রসঙ্গে সুখেন্দু শেখর বলেন, ‘এই রকম ঘটনা হয়ে থাকলে তা জেলা প্রশাসন দেখে নেবে। সারা ভারতবর্ষেই নন-প্রফেশনালরা ভ্যাকসিন দিচ্ছেন, যারা ডাক্তার নন কিন্তু ডাক্তার সেজে বসে আছেন। তাহলে একজন অতিউৎসাহী হয়ে যদি কাউকে টিকা দেন, যদি টিকা সঠিক হয়, তাহলে এটি নিয়ে বেশি হৈচৈ করার কোন প্রয়োজন নেই।’