Sunil Singh: 'তোলাবাজ সুনীল সিংহকে দলে ফেরানো চলবে না', মহিলা তৃণমূলের নামে পোস্টার নোয়াপাড়ায়
মুকুল রায়ের তৃণমূলে প্রত্যাবর্তনের পর থেকে বঙ্গ বিজেপির অন্দরে ভাঙনের অস্থিরতা অব্যাহত! ক্রমশ লম্বা হচ্ছে তালিকা! অন্যদিকে ভোটের আগে বিজেপিতে চলে যাওয়া নেতাদের দলে ফেরানো নিয়ে, তৃণমূলের অন্দরেও তৈরি হচ্ছে প্রতিক্রিয়া!
সাংবাদিক বৈঠক ডেকে আপত্তি জানানোর পর, এবার নোয়াপাড়ার প্রাক্তন বিধায়কের তৃণমূলে (TMC) ফেরার বিরোধিতা করে পোস্টার পড়ল এলাকায়। তৃণমূল মহিলা কংগ্রেসের নামে লেখা ওই পোস্টারে বিজেপি (BJP) নেতা সুনীল সিংহকে তোলাবাজ অ্যাখ্যা দিয়ে দলে না ফেরানোর দাবি জানানো হয়েছে। নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক ও বিজেপি নেতা সুনীল সিংহের তৃণমূলে ফেরার জল্পনা তৈরি হতেই এর আগে সাংবাদিক বৈঠক করে আপত্তি জানান তৃণমূলের গারুলিয়া শহর সভাপতি।


















