TMC’s Meet with EC: ‘পুরোপুরি সদর্থক না হলেও আমরা আশাবাদী’, নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর জানাল তৃণমূল
রাজ্যের ৭টি বিধানসভা আসনে দ্রুত ভোট করানোর দাবিতে আজ নির্বাচন কমিশনের (Election Commission) দ্বারস্থ তৃণমূল কংগ্রেসের (TMC) প্রতিনিধিদল। প্রতিনিধি দলে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee), কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee), সৌগত রায় (Saugata Roy), ডেরেক-ও ব্রায়েন, কাকলি ঘোষ দস্তিদার, সুখেন্দুশেখর রায়। বৈঠক শেষে বেরিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা কমিশনের সঙ্গে আজ দীর্ঘ আলোচনা করলাম। আলোচনার বিষয় ছিল যে রাজ্যের ৭টি আসনে নির্বাচন করতে হবে। আমরা তথ্য দিয়ে সবটা বোঝানোর চেষ্টা করেছি। বর্তমানে করোনা (Corona) পরিস্থিতির উন্নতি হয়েছে, আমরা ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করেছি যে রাজ্যের মানুষেরও এটাই প্রত্যাশা। সেক্ষেত্রে যদি প্রচারের জন্য অল্প সময় নির্ধারণ করা হয়, তাতেও আমাদের কোনও অসুবিধা নেই। নির্বাচন কমিশনের সঙ্গে আজকের এই বৈঠক ভালো হয়েছে, আমরা আশাবাদী মন নিয়েই ফেরত যাচ্ছি।“
![Madhyamik 2025: ২টি প্রশ্নেরই অঙ্ক শুরু করলেই নম্বর' ! মাধ্যমিকের অঙ্কের প্রশ্ন নিয়ে বিতর্ক](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/276618d165184e40883122f6b15d571b1739804843495535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![BJP News: শুভেন্দু-সহ ৪ বিজেপি বিধায়ক ১ মাস সাসপেন্ড। প্রতিবাদে মুখ্যমন্ত্রীকে বয়কটের ডাক!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/b2e6ce6a828b3a5340d118d04fe65d5d1739803732253535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Mahakumbh News: নির্বিঘ্নে নিরাপত্তার ঘেরাটোপে পুণ্যস্নান করছেন VVIP-রা, পদপিষ্ট হয়ে কেন প্রাণ দিতে হচ্ছে সাধারণ মানুষকে ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/ee6237289118a4e241c327ec96ab84881739802765019894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Dumdum News: সেন্ট্রাল অ্যাভিনিউয়ের পর এবার দমদম, টার্গেট সত্তরোর্ধ্ব দম্পতি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/f6897ca2ea9377358e82fd8de3c3dde21739802745293535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Kolkata News: অভিজাত পরিবারে দুষ্কৃতী হানা, অস্ত্র দেখিয়ে লুঠ, ৫ দিন পরেও অধরা দুষ্কৃতীরা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/e801d50724d3a354c8d9f583db1498d81739801513704535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)