Tripura: 'প্রচারের অধিকার সবার', পুরভোটের আগে সুপ্রিম-নির্দেশে অস্বস্তি বাড়ল বিপ্লব দেবের সরকারের| Bangla News
পুরভোটের আগে সুপ্রিম কোর্টের নির্দেশে অস্বস্তি বাড়ল বিপ্লব দেব সরকারের। 'প্রচারের অধিকার আছে সমস্ত রাজনৈতিক দলের। নির্বিঘ্নে প্রচারের জন্য পদক্ষেপ নিতে হবে রাজ্য সরকারকে।' ত্রিপুরা ভোটে অশান্তি নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ। সুস্মিতা দেবের করা মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের। তৃণমূল প্রার্থীদের উপর হামলার অভিযোগে মামলা। 'ত্রিপুরায় অবাধ-শান্তিপূর্ণ নির্বাচনের জন্য পদক্ষেপ নিক পুলিশ।' ত্রিপুরা ভোট অশান্তি নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ। কী পদক্ষেপ? ত্রিপুরা পুলিশের ডিজি-স্বরাষ্ট্রসচিবের হলফনামা তলব। ভোটের আগে ৩৪% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিজেপি। মনোনয়ন পেশের পরেও বহু আসনে বিরোধী প্রার্থী প্রত্যাহার। ২৫ নভেম্বর ত্রিপুরায় পুরভোট, ২৮ নভেম্বর গণনা।


















