WB Politics: লাভপুরে তৃণমূলে শতাধিক বিজেপি কর্মী-সমর্থক, ভয় দেখানোর অভিযোগ পদ্মশিবিরের
বীরভূমের (Birbhum) লাভপুরে (Labhpur) শতাধিক বিজেপি (BJP) কর্মী, সমর্থক যোগ দিলেন তৃণমূলে (TMC)। যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাভপুরের তৃণমূল বিধায়ক। ভয় দেখিয়ে বিজেপি কর্মীদের যোগদান করানো হচ্ছে, এই অভিযোগে সরব বিজেপি। তৃণমূলের দাবি, উন্নয়নের কাজে সামিল হতেই দলবদল।
এদিকে ফের বাড়ল জ্বালানির (Fuel) দাম। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি দু’একদিন অন্তর বাড়িয়েই চলেছে দাম। কলকাতায় পেট্রোলের (Petrol) দাম লিটারে ১০০ টাকা ছুঁতে চলল। আজ কলকাতায় লিটার প্রতি ২৬ পয়সা বেড়ে পেট্রোলের দাম হয়েছে ৯৭ টাকা ৩৮ পয়সা। ডিজেলের (Diesel) দাম বেড়েছে লিটারে ২৬ পয়সা। ফলে ডিজেলের নতুন দাম ৯১ টাকা ৮ পয়সা।
এদিকে রাজীব বন্দ্যোপাধ্যায়ের (Rajib Banerjee) তৃণমূলে (TMC) প্রত্যাবর্তন নিয়ে জল্পনার মধ্যেই দুর্নীতির অভিযোগে গ্রেফতার হলেন রাজীব-ঘনিষ্ঠ বিজেপি (BJP) নেতা। পুলিশের জালে জগদীশপুর পঞ্চায়েতের প্রাক্তন প্রধান। রাজনৈতিক চক্রান্তের অভিযোগ বিজেপির। আগে কেউ অভিযোগ তোলেনি, পাল্টা দাবি তৃণমূলের। দলের উল্টো সুরে কথা বলা, তৃণমূল নেতা-মন্ত্রীদের বাড়িতে যাতায়াত – সব মিলিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরার জল্পনা তুঙ্গে। এই প্রেক্ষাপটে তাঁর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত প্রাক্তন পঞ্চায়েত প্রধানকে গ্রেফতার করল পুলিশ। হাওড়ার জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান গোবিন্দ হাজরাকে (Gobinda Hazra) গ্রেফতার করেছে লিলুয়া (Liluah) থানার পুলিশ (Police)।