WB Politics: 'শিল্পী হিসেবে যে সিদ্ধান্ত নিয়েছে সেটাকে আমি সাধুবাদ জানাই', শ্রাবন্তীর বিজেপি ত্যাগ প্রসঙ্গে রাজ চক্রবর্তী | Bangla News
এবার বিজেপি ছাড়লেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্য়ায় (Srabanti Chatterjee)। ট্যুইট করে নিজেই জানিয়েছেন একথা। ট্যুইটারে শ্রাবন্তী চট্টোপাধ্য়ায় লেখেন, "গত বিধানসভা নির্বাচনে যে দলের হয়ে লড়েছিলাম সেই বিজেপির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলাম। বাংলার উন্নয়নের জন্য বিজেপির কোনও উদ্যোগ দেখতে পাচ্ছি না, তাদের নিষ্ঠারও অভাব রয়েছে।" চলতি বছরের ১ মার্চ কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya), দিলীপ ঘোষের (Dilip Ghosh) উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগ দেন শ্রাবন্তী। গত বিধানসভা ভোটে তিনি বিজেপির হয়ে বেহালা পশ্চিম কেন্দ্রে লড়েন।
এই নিয়ে রাজ চক্রবর্তী (Raj Chakraborty) বলেন, "একদম নিশ্চিত ছিলাম যে ও দল ছাড়বে। দিদির খারাপ লেগেছিল। শ্রাবন্তী খুব ভাল শিল্পী, খুব ভাল মানুষ। ব্যক্তিগতভাবে আমার সঙ্গে ভাল সম্পর্ক। শিল্পী হিসেবে যে সিদ্ধান্ত নিয়েছে সেটাকে আমি সাধুবাদ জানাই। ও রাজনীতি করবে কি করবে না তা ব্যক্তিগত সিদ্ধান্ত।"