Rahul Gandhi: কমিশন পরিচালিত নির্বাচনী ব্য়বস্থাকেই "মৃত" আখ্য়া রাহুল গান্ধীর
ABP Ananda LIVE: শুক্রবার নির্বাচন কমিশনকে বলেছিলেন, 'ভোট-চোর'। শনিবার সেই কমিশন পরিচালিত নির্বাচনী ব্য়বস্থাকেই "মৃত" আখ্য়া দিলেন রাহুল গান্ধী। সরাসরি নিশানা করলেন নরেন্দ্র মোদি ও জাতীয় নির্বাচন কমিশনকে। লোকসভার বিরোধী দলনেতার দাবি, চব্বিশের লোকসভা ভোটেও জালিয়াতি হয়েছে। রিগিং করে জেতানো হয়েছে নরেন্দ্র মোদিকে। ভোটে হারলেই EVM আর নির্বাচন কমিশনকে দোষারোপ করে কংগ্রেস। পাল্টা বিঁধেছে বিজেপি।
'তেজস্বী যাদবের দুটি ভোটার কার্ড রয়েছে!' দাবি বিজেপি নেতা অমিত মালব্যর
বিহারে খসড়া ভোটার তালিকা থেকে খোদ বিরোধী দলনেতার নাম বাদের অভিযোগ। খসড়া ভোটার তালিকায় নেই নাম, দাবি লালুপুত্র তেজস্বী যাদবের। ভোটার তালিকা থেকে আমার নাম বাদ গিয়েছে, দাবি তেজস্বী যাদবের। তেজস্বী যাদবের অভিযোগ উড়িয়ে দিল নির্বাচন কমিশন। 'তেজস্বী যাদবের অভিযোগের ভিত্তিতে তদন্ত হয়েছে। বিহার ভেটেরনারি কলেজ লাইব্রেরি ভবনের ২০৪ নম্বর বুথে নাম রয়েছে। 'তেজস্বী যাদবের দুটি ভোটার কার্ড রয়েছে!' দাবি বিজেপি নেতা অমিত মালব্যর


















