Shubhanshu Shukla: ১৮ দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরলেন শুভাংশু, কী জানালেন কেন্দ্রীয় বিজ্ঞানমন্ত্রী?
ABP Ananda LIVE: 'এটা দেশের গর্ব যে আমাদের ঘরের ছেলে সফলভাবে ও নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছে', মন্তব্য কেন্দ্রীয় বিজ্ঞানমন্ত্রী জিতেন্দ্র সিংহের। ১৮ দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরলেন শুভাংশু, কী জানালেন কেন্দ্রীয় বিজ্ঞানমন্ত্রী?
ওঁর মিশন সম্পূর্ণ হয়েছে, ঈশ্বর এবং গোটা দেশবাসীর কাছে আমি কৃতজ্ঞ, প্রতিক্রিয়া শুভাংশুর বাবার
ওঁর মিশন সম্পূর্ণ হয়েছে, ঈশ্বর এবং গোটা দেশবাসীর কাছে আমি কৃতজ্ঞ, প্রতিক্রিয়া শুভাংশুর বাবার। ইতিহাস রচনা করে ঘরের ছেলে ঘরে ফিরলেন কার্যত। মহাকাশ থেকে পৃথিবীতে অবতরণ করলেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্ল। সবমিলিয়ে ১৮ দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরলেন শুভাংশু ও তাঁর সহযাত্রীরা। ভারতীয় সময় অনুযায়ী, মঙ্গলবার দুপুর ৩টে বেজে ১ মিনিটে আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো উপকূলে, প্রশান্ত মহাসাগররের বুকে অবতরণ করলেন সকলে। অবতরণের সময় আমেরিকায় রাত ছিল। (Shubhanshu Shukla) আগে থেকেই সেখানে মোতায়েন রাখা ছিল নৌকা, জাহাজ। শুভাংশুদের ক্যাপসুলটি জল ছুঁতেই, শুরু হয় উদ্ধারকার্য। একে একে সকলকে বের করে আনার কাজ শুরু হয়। এদিকে, ছেলের পৃথিবীতে প্রত্যাবর্তনের দিকে তাকিয়ে ছিলেন শুভাংশুর পরিবার। লখনউতে বিশেষ অনুষ্ঠানে শামিল হয়ে সরাসরি ছেলের অবতরণ দেখছিলেন তাঁরা। শুভাংশুদের প্যারাশ্যুট চোখে পড়তেই চোখ ভিজে যায় তাঁর। মহাকাশযানটি সফল ভাবে অবতরণ করে কেক কেটে উদযাপনও করেন সকলে।

















