Shubhanshu Shukla: ১৮ দিন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কাটানোর পর এবার ফেরার পালা
ABP Ananda LIVE : ১৮ দিন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কাটানোর পর এবার ফেরার পালা। সোমবার বিকেলে নির্ধারিত সময়ের কয়েক মিনিট পরে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে সফলভাবে আন ডকিংয়ের প্রক্রিয়া সম্পন্ন করল মহাকাশযান ড্রাগন। শুভাংশু শুক্লা-সহ চার মহাকাশচারী রওনা দিলেন পৃথিবীর দিকে। গোটা প্রক্রিয়ায় সময় লাগবে ২২ ঘণ্টার মতো। তবে সুনীতা উইলিয়ামসের স্প্ল্যাশডাউনের থেকে শুভাংশু শুক্লাদের স্থান এবং সময় দুটোই আলাদা। সুনীতারা নেমেছিলেন দিনের বেলায়। আমেরিকার ফ্লোরিডা উপকূলে। আর শুভাংশুদের নিয়ে ড্রাগনের স্প্ল্যাশডাউন হবে আমিরেকার ক্যালিফোর্নিয়া উপকূলে সেখানকার সময় অনুযায়ী রাতের বেলায়। তবে বিশেষজ্ঞরা বলছেন আকাশ থেকে ড্রাগনের নেমে আসা দেখতে পাওয়া যাবে। এখন অপেক্ষা মঙ্গলবার ভারতীয় সময় দুপুর তিনটের।
নবান্নের বদলে শিবপুর পুলিশ লাইন্সের বৈঠকও নিষ্ফলা। অবস্থান তুললেও তালিকার দাবিতে চাকরিহারাদের ফের আন্দোলনের ডাক। কালীঘাট যাওয়ার হুঙ্কার।


















