এক্সপ্লোর
K.D.Singh Arrested: "কে ডি সিংহকে মুকুলই তৃণমূলে এনেছিলেন, ওঁকেও গ্রেফতার করা উচিত", প্রতিক্রিয়া কুণাল ঘোষের
বেআইনি আর্থিক লেনদেন মামলায় ইডির হাতে গ্রেফতার হলেন কে ডি সিংহ। তাঁকে আজই আদালতে তোলার সম্ভাবনা। এপ্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, "কে ডি সিংহের বিষয় কোনও নতুন নয়। আমি বারবার কে ডি সিংহের কথা বলেছি। সুদীপ্ত সেনের চিঠিতেও এর উল্লেখ আছে।" তাঁর বক্তব্য, "মুকুল রায় হলেন সেই ব্যক্তি যিনি দলকে ভুল বুঝিয়ে কে ডি সিংহকে তৃণমূলের বৃত্তে এনেছিল। অকে গ্রেফতার করা উচিত। এখন এসব থেকে বাঁচতে বিজেপিতে গেছেন মুকুল রায়।"
আরও দেখুন

















