(Source: ECI/ABP News/ABP Majha)
Local Train in Bengal: চাকা গড়ানোর আগে কীভাবে প্রস্তুত হচ্ছে রেল স্টেশনগুলি, দেখুন ভিডিও
বুধবার থেকে রাজ্যে গড়াবে লোকাল ট্রেনের চাকা। তার আগে সমস্ত স্টেশনেই তুঙ্গে প্রস্তুতি। ট্রেনের কামরা স্যানিটাইজ করার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। করোনা আবহে ভিড় এড়াতে রেলের টাইম টেবিলেও আনা হচ্ছে পরিবর্তন। রবিবার রাজ্যবাসীর উদ্দেশে লোকাল ট্রেন চালানো নিয়ে ট্যুইট করলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। ট্যুইটে তিনি লেখেন, ১১ নভেম্বর থেকে পশ্চিমবঙ্গবাসীর সুবিধার্থে শহরতলিতে ৬৯৬টি লোকাল ট্রেন চালাবে রেল। যাবতীয় সুরক্ষাবিধি মেনেই ট্রেন চালানো হবে। আশা রাখছি, যাত্রীদের তরফ থেকে সমস্ত রকম সহায়তা পাবে রেল, যাতে সবার যাত্রা সুখকর হয়। ব্যস্ততম শিয়ালদা স্টেশনেও ট্রেন চালানোর প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। ট্রেনের সময়সূচীর খুব একটা বদল হবে না বলে জানানো হয়েছে। ট্রেনের বিভ্রান্তি কাটাতে সময় সারণির খুব পরিবর্তন হয়নি। তবে অফিস টাইমে ট্রেন বেশি চলবে বলে জানানো হয়েছে।র্তন হয়নি। তবে অফিস টাইমে ট্রেন বেশি চলবে বলে জানানো হয়েছে।