কথা বলে সন্তুষ্ট বিধানসভার অধ্যক্ষ, অবশেষে গৃহীত শুভেন্দুর ইস্তফাপত্র
বিধায়ক পদে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ইস্তফা গ্রহণ করলেন বিধানসভার স্পিকার (Biman Banerjee)। তাঁর ডাকে সোমবার বিধানসভায় আসেন শুভেন্দু অধিকারী। স্পিকার ছাড়াও তিনি দেখা করেন আব্দুল মান্নানের সঙ্গে। রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গেও কথা বলেন বিজেপি নেতা। এরপরই শুভেন্দু অধিকারীর ইস্তফাপত্র গৃহীত হয়। সোমবার দুপুর ২টো বেজে ২০ মিনিটে অধ্যক্ষের নির্দেশ মতো বিধানসভায় হাজির হন শুভেন্দু অধিকারী। প্রায় ১৫ মিনিট বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে ছিলেন তিনি। বিধানসভা সূত্রে খবর, স্পিকার শুভেন্দু অধিকারীর কাছে জানতে চান- আগে তিনি যে ইস্তফাপত্র দিয়েছিলেন তা যথার্থ কিনা। হাতের লেখা কি তাঁর ছিল? তিনি কি কোনও চাপের মুখে বিধায়ক পদ থেকে ইস্তফা দিচ্ছেন?

















