Mukul Roy: দলে থেকে বিশেষ লাভ হয়নি, মুকুল বিদায়ে কটাক্ষ দিলীপের
বঙ্গ বিজেপিতে ভাঙন ধরিয়ে ছেলে শুভ্রাংশুকে নিয়ে তৃণমূলে ফিরলেন মুকুল রায়। তৃণমূল ভবনে তাঁদের উত্তরীয় পরিয়ে স্বাগত জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘরের ছেলে ঘরে ফিরল। মুকুলকে স্বাগত জানিয়ে বললেন তৃণমূল নেত্রী। নতুন ইনিংসের জন্য শুভেচ্ছা। দলে থেকে বিশেষ লাভ হয়নি। কটাক্ষ বিজেপির।
ঝাঁকের কই ঝাঁকেই ফিরে গেছেন, বিজেপি নিজের পরিচিতি ফিরে পেল। মুকুল রায়ের তৃণমূলে প্রত্যাবর্তনে কটাক্ষ বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের। বিজেপিতে একে একে নিভিছে দেউটি। পাল্টা খোঁচা তৃণমূল বিধায়ক অজিত মাইতির।
মুকুল রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আত্মসমর্পণ করলেন। কটাক্ষ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর। শুধু যাওয়া আসা, স্রোতে ভাসা, খোঁচা সিপিএম নেতা অশোক ভট্টাচার্যর।
মুকুল রায়ের তৃণমূল প্রত্যাবর্তনের পরই কার্যত সামনে চলে এসেছে বিজেপির অন্দরের ফাটল। শুক্রবার বিজেপি-র সাংগঠনিক জেলার বৈঠকে গরহাজির বেশ কয়েকজন জন প্রতিনিধি। এদিন বনগাঁয় বিজেপি-র সাংগঠনিক জেলার বৈঠকে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ। কিন্তু, সভায় ছিলেন না বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর, গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর, বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস ও বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া।
বিজেপি সাংসদ ও দলীয় কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠল জলপাইগুড়ির ভাণ্ডারিগঞ্জে। অভিযোগের তির তৃণমূলের দিকে। বিজেপি কর্মীদের ঘরে ফেরাতে গিয়ে সাংসদ শাসকদলের রোষের শিকার হন বলে অভিযোগ। তৃণমূলের দাবি, এটা বিজেপির নব্য বনাম পুরনোর লড়াই।
প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনতে চেয়ে বিডিও-কে চিঠি দিয়েছেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বাকি সদস্যরা। যদিও জেলা তৃণমূল আশ্বাস, আলোচনার মাধ্যমে সমস্যা মেটানো হবে। রাজ্যের শাসকদলের এই কোন্দল নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।
হরিয়ানায় প্রায় ৪ কোটি টাকার হোটেল। ভারতে যাতায়াত ছিল অবাধ। চিনের সেই যুবকই বাংলাদেশ হয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়েছে বিএসএফের জালে। কোনও অপরাধের উদ্দেশ্য ছিল? জানতে জেরা করছে বাংলা ও উত্তরপ্রদেশের পুলিশ।
![Madhyamik 2025: ২টি প্রশ্নেরই অঙ্ক শুরু করলেই নম্বর' ! মাধ্যমিকের অঙ্কের প্রশ্ন নিয়ে বিতর্ক](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/276618d165184e40883122f6b15d571b1739804843495535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![BJP News: শুভেন্দু-সহ ৪ বিজেপি বিধায়ক ১ মাস সাসপেন্ড। প্রতিবাদে মুখ্যমন্ত্রীকে বয়কটের ডাক!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/b2e6ce6a828b3a5340d118d04fe65d5d1739803732253535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Mahakumbh News: নির্বিঘ্নে নিরাপত্তার ঘেরাটোপে পুণ্যস্নান করছেন VVIP-রা, পদপিষ্ট হয়ে কেন প্রাণ দিতে হচ্ছে সাধারণ মানুষকে ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/ee6237289118a4e241c327ec96ab84881739802765019894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Dumdum News: সেন্ট্রাল অ্যাভিনিউয়ের পর এবার দমদম, টার্গেট সত্তরোর্ধ্ব দম্পতি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/f6897ca2ea9377358e82fd8de3c3dde21739802745293535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Kolkata News: অভিজাত পরিবারে দুষ্কৃতী হানা, অস্ত্র দেখিয়ে লুঠ, ৫ দিন পরেও অধরা দুষ্কৃতীরা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/e801d50724d3a354c8d9f583db1498d81739801513704535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)