Corona Vaccine: কোভিশিল্ডের দাম নিয়ে শুরু বিতর্ক
পয়লা মে থেকে আরও ব্যাপক হারে শুরু হচ্ছে টিকাকরণ কর্মসূচি। কিন্তু তার আগে ভ্যাকসিনের দাম নিয়ে শুরু হয়েছে বিতর্ক। পয়লা মে থেকে দেশজুড়ে ১৮ থেকে ৪৫ বছর বয়সীরাও ভ্য়াকসিন নিতে পারবেন। পাশাপাশি রাজ্য ও বেসরকারি হাসপাতালগুলিতে প্রস্তুতকারকদের থেকে সরাসরি ভ্যাকসিন কেনার ক্ষেত্রে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকার। কিন্তু মোদি সরকারের এই সিদ্ধান্তে স্বস্তি মিললেও ভ্য়াকসিনের দাম নিয়ে এবার শুরু হল বিতর্ক। ভারতে করোনা ভ্যাকসিন কোভিশিল্ডের প্রস্তুতকারক সংস্থা সিরাম ইনস্টিটিউট। এক বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে উৎপাদিত ভ্যাকসিনের ৫০% তারা কেন্দ্রীয় সরকারকে দেবে। বাকি ৫০% বিক্রি করা হবে রাজ্য সরকার ও বেসরকারি হাসপাতালে। সেক্ষত্রে কত দামে ভ্যাকসিন বিক্রি করা হবে তা স্পষ্ট করে দিয়েছে সিরাম ইনস্টিটিউট। একই ভ্যাকসিন কেন্দ্রীয় সরকারকে কম দামে ও রাজ্য সরকারগুলিকে বেশি দামে কেন বিক্রি করছে সিরাম ইন্সটিটিউট? এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক।