COVID-19 Rules Violation: নাইট কার্ফু উপেক্ষার জের, বিধাননগর দক্ষিণ থানা এলাকা থেকে গ্রেফতার ১০
নাইট কার্ফুর (Night Curfew) মধ্যেই বিনা কারণে রাস্তায়। গ্রেফতার ১০। বিধাননগর দক্ষিণ থানা এলাকায় নাকা তল্লাশিতে গ্রেফতার করা হল ১০ জনকে। আটক করা হয়েছে দুটি গাড়ি এবং বাইক।
এদিকে, করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় সতর্ক প্রশাসন। রাত ৯টার পর জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হলে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম – রাতভর কলকাতার (Kolkata) কোথায় কেমন কড়াকড়ি সেই ছবি ধরা পড়ল এবিপি আনন্দের ক্যামেরায়। অনেক জায়গাতে দেখা গেল বিধি ভেঙে মাস্ক না পরে রাতের রাজপথে বেড়িয়েছেন মানুষজন। পার্ক সার্কাসে (Park Circus) রাত ১টার পর চায়ের দোকানে চলল আড্ডা। চিংড়িঘাটায় প্রয়োজন ছাড়া বেরোলেই সতর্ক করা হল পুলিশের তরফে।
![Delhi Station News: দিল্লিতে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৮ জনের, কী বললেন মমতা? ABP Ananda live](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/9d2d0dd45c53638df0d9233ef8ffb2f01739714713893967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)