Kunal Ghosh : 'তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করছেন, ওঁকে হেফাজতে নিন', তুষার মেহতার সঙ্গে 'বৈঠক' প্রসঙ্গে শুভেন্দুকে নিশানা কুণালের
সলিসিটর জেনারেলের পদ থেকে তুষার মেহতার অপসারণ চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিল তৃণমূল। নারদকাণ্ডে অভিযুক্ত শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) কীভাবে সলিসিটর জেনারেলের (Tushar Mehta) সঙ্গে বৈঠক করতে পারেন? এই প্রশ্ন তুলে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন তৃণমূলের (TMC) তিন সাংসদ। ডেরেক ও’ব্রায়েন (Derek O'Brien), সুখেন্দু শেখর রায় (Sukhendu Sekhar Roy ) এবং মহুয়া মৈত্রের (Mahua Moitra) তরফে ওই চিঠি মোদিকে পাঠানো হয়েছে।
শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তুষার মেহতার বৈঠক ঘিরে তুঙ্গে বিতর্ক। বিতর্কের জেরে সলিসিটর জেনারেল জানিয়েছেন, 'গতকাল না জানিয়ে আমার বাড়িতে এসেছিলেন শুভেন্দু অধিকারী। আমার পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল। আমার দফতরের কর্মীরা শুভেন্দু অধিকারীকে বলেন অপেক্ষা করতে। আমার অন্য বৈঠকের পর আমার দফতরের কর্মীরা তাঁকে জানায় যে আমি তাঁর সঙ্গে দেখা করতে পারব না।' আজ বিধানসভার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, "সলিসিটর জেনারেল তাঁকে সময় দেননি তাই তাঁর সঙ্গে দেখা হয়নি"। এই নিয়ে শুভেন্দু জানিয়েছেন, তুষার মেহতা তাঁকে সময় দেননি। তাই তাঁর সঙ্গে দেখা হয়নি।
এই নিয়ে কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, "শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) যে তুষার মেহতার কাছে গেছেন এটা প্রমাণিত। গতকাল যখন সাংবাদিকরা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) প্রশ্ন করেছিলেন তখন তিনি এই বিষয়ে প্রশ্ন এড়িয়ে যান। শুভেন্দু অধিকারী তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করছেন। তাহলে তাঁকে বাইরে ছেড়ে রাখা হবে কেন? কেন তদন্তের স্বার্থে এখনই হেফাজতে নেওয়া হবে না?"