HS Exam Result Protest: রাজ্যজুড়ে বিক্ষোভের জের, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের প্রধানকে তলব করল নবান্ন
কলকাতা থেকে জেলা, উচ্চ মাধ্যমিকে ফেল করেও পাসের দাবিতে রাজ্যজুড়ে পড়ুয়াদের বিক্ষোভ। এই আবহে সরকারের সঙ্গে বৈঠকে বসে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। কী নিয়ে অসন্তোষ? তা প্রধান শিক্ষকদের জানাতে বলল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। আগামীকাল থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নথি সহ জমা দিতে পড়ুয়াদের অসন্তোষের কারণ। সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত, জানাল শিক্ষা সংসদ। এদিকে মার্কশিটে গরমিলের অভিযোগে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে চিঠি দিল রাজ্যের এক শিক্ষক সংগঠন।
রেজাল্টের পর থেকেই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের অসন্তোষ সংক্রমণের চেহারা নিয়েছে। পাস করানোর দাবিতে অসন্তোষের আঁচ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের অফিস থেকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনে পর্যন্ত পৌঁছেছে। কলকাতা থেকে জেলা, কোথাও রাস্তা অবরোধ, কোথাও বিক্ষোভ, ভাঙুচর। কোনও কিছুই বাদ গেল না। পরিস্থিতি এমন জায়গায় যায়, নবান্নে ডাক পড়ে সংসদ সভাপতির। স্কুল শিক্ষা দফতরের প্রধান সচিব মণীশ জৈনের সঙ্গে সংসদ সভাপতি মহুয়া দাসের বৈঠক হয়। কেন চারিদিকে অসন্তোষ জানতে চায় নবান্ন। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর কাছে জবাবদিহি করতে হয় সংসদ সভাপতিকে।