Rakesh Singh Arrest: আদালতে পেশ রাকেশকে, 'নির্বাচনের আগে ফাঁসাতেই এই ঘটনা', অভিযোগ BJP নেতার আইনজীবীর
বুধবার আদালতে পেশ করা হয় মাদককাণ্ডে (Drug) ধৃত বিজেপি (BJP) নেতা রাকেশ সিংহকে (Rakesh Singh)। আদালতে পেশ করার সময় আদালত চত্বরে তাঁকে ঘিরে ধাক্কাধাক্কি (Chaos) শুরু হয়। পুলিশের (Police) বিরুদ্ধে দাদাগিরি করার অভিযোগ ওঠে। পুলিশ বাধ্য হয়ে তাঁকে অন্য পথে আদালতে প্রবেশ করায়। ইতিমধ্যেই আদালতের জিজ্ঞাসাবাদ শেষ হয়ে গিয়েছে। এদিন রাকেশের আইনজীবী জানান, তাঁকে মারধর করা হয়েছে। তাঁকে ষড়যন্ত্র করে গ্রেফতার করা হয়েছে। নির্বাচনের (Election) আগে তাঁকে ফাঁসানোর জন্যই এই ঘটনা। পাশাপাশি, তল্লাশি চালিয়ে রাকেশ সিংহের বাড়ি থেকে কিছুই পাওয়া যায়নি বলেও জানানো হয় আদালতে। অপরদিকে, সরকারী পক্ষের আইনজীবী জানান, তদন্তে উঠে আসা সব তথ্য তুলে ধরা হয়েছে। তদন্তের স্বার্থে রাকেশকে হেফাজতে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছুক্ষণ পরেই রায়দান করবে আদালত।



















