West Bengal Corona Update: রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৬৬২, মৃত ১০
রাজ্যে একদিনে করোনা (Corona) আক্রান্ত ৬৬২, ১০ জনের মৃত্যু। উদ্বেগ বাড়িয়ে দৈনিক মৃত্য়ুতে শীর্ষে জলপাইগুড়ি। একদিনে ৪ জনের মৃত্যু। ৩৬ জন সংক্রমিত হয়েছেন। করোনায় কলকাতা, দুই ২৪ পরগনা এবং হুগলিতে মৃত্যু শূন্য।
টানা দু'দিন সরবরাহের সুবাদে কোভ্যাকসিনের দ্বিতীয় ডোজের ঘাটতি কিছুটা মিটল। কলকাতা পুরসভা সিদ্ধান্ত নিয়েছে কোভ্যাকসিনের দ্বিতীয় ডোজই এখন অগ্রাধিকার। পুরসভা জানিয়েছে, কোনওভাবেই দ্বিতীয় ডোজ নিতে আসা গ্রাহককে ফেরানো যাবে না।
এবার উত্তরবঙ্গেও করোনার ডেল্টা ভ্য়ারিয়েন্টের হদিশ। ২ জনের শরীরে ইউকে ভ্য়ারিয়েন্ট, ৫ জনের শরীরে ডেল্টা ভ্যারিয়েন্ট। জুনের প্রথম সপ্তাহে ৩৪ জনের নমুনা পরীক্ষা। সংক্রমিত ৭ জন শিলিগুড়ি, কালিম্পঙের বাসিন্দা। স্বাস্থ্য দফতরকে রিপোর্ট উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের।






















