Yaas Effect: নন্দীগ্রামে দলীয় কর্মীদের জন্য স্বাস্থ্য শিবিরের আয়োজন করে বিজেপির চিকিৎসক সংগঠন
ইয়াসের ঝাপটায় সব লন্ডভন্ড। অনেকেরই মাথা গোঁজার ঠাঁইটুকুও নেই। প্রকৃতির তাণ্ডবে চরম অসহায় অবস্থা। এই পরিস্থিতিতেও থেমে নেই রাজনীতি। সোমবার দলীয় কর্মীদের জন্য় স্বাস্থ্য শিবিরের আয়োজন করে বিজেপির (BJP) চিকিৎসক সংগঠন। নন্দীগ্রামের একটি অডিটোরিয়ামে স্বাস্থ্য শিবির হয়। গেরুয়া শিবিরের অভিযোগ, সরকারি প্রকল্পে চিকিৎসা পরিষেবা থেকেও তাদের কর্মীরা বঞ্চিত হচ্ছে।
ইয়াসে ক্ষতিগ্রস্ত পূর্ব মেদিনীপুরের খেজুরির বাসিন্দাদের হাতে ত্রাণ তুলে দিলেন শুভেন্দু অধিকারী। সেইসঙ্গে আশ্বাস দিলেন, কেউ যাতে সরকারি ত্রাণ থেকে বঞ্চিত না হন, তার ব্যবস্থা করবেন। এদিকে, গতকালই নন্দীগ্রামে দলীয় কর্মীদের জন্য স্বাস্থ্য শিবির করল বিজেপির চিকিৎসক সংগঠন।



















