Arvind Kejriwal: ইডি-র মামলায় অন্তর্বর্তী জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল। ABP Ananda Live
Supreme Court Of India: ইডি-র মামলায় অন্তর্বর্তী জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। সুপ্রিম কোর্ট থেকে জামিন পেলেন কেজরিওয়াল। জেল থেকে এখনই মুক্তি পাচ্ছেন না দিল্লির মুখ্যমন্ত্রী। সিবিআইয়ের দায়ের করা মামলায় জেলেই বন্দি থাকতে হবে কেজরিওয়ালকে।
দুর্নীতিকে ঝেঁটিয়ে বিদায় করার ডাক দিয়ে যিনি রাজনীতিতে পা রেখেছিলেন, সেই অরবিন্দ কেজরিওয়ালকেই ২১ মার্চ গ্রেফতার করে ED।নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে এজেন্সিকে কাজে লাগিয়ে রাজনৈতিক হিংসার অভিযোগে সরব হয় আম আদমি পার্টি, কংগ্রেস সহ বিরোধীরা। আদালতে দাঁড়িয়ে দিল্লির মুখ্য়মন্ত্রীকে আবগারি দুর্নীতির কিংপিন এবং প্রধান ষড়যন্ত্রকারী বলে দাবি করে ED। আর এই সওয়ালের ভিত্তিতেই, দিল্লির মুখ্য়মন্ত্রীকে ইডি হেফাজতে পাঠায় আদালতও।
২০২১ সালের ১৭ নভেম্বর দিল্লির আম আদমি পার্টির সরকার নতুন আবগারি নীতি আনে। যাতে দিল্লিতে মদ বিক্রি থেকে সরকারি নিয়ন্ত্রণ কার্যত তুলে নেওয়া হয়। পাশাপাশি লাইসেন্স ফি-তে ছাড় মদের দোকান খোলার নিয়ম শিথিল করা, মাঝরাত অবধি মদের দোকান খোলা রাখা, মদের হোম ডেলিভারি, করোনার কারণে জরিমানা মকুবের অনুমোদন দেওয়া হয়েছিল নতুন এই নীতিতে।