BLO: স্বচ্ছ ভোটার তালিকা তৈরির ক্ষেত্রে BLO-দের ভূমিকা অত্য়ন্ত গুরুত্বপূর্ণ
ABP Ananda LIVE: স্বচ্ছ ভোটার তালিকা তৈরির ক্ষেত্রে BLO-দের ভূমিকা অত্য়ন্ত গুরুত্বপূর্ণ। শাসক, বিরোধী আর নির্বাচন কমিশন। এই তিনের চাপে পড়ে এখন হাঁসফাঁস অবস্থা BLO-দের। কার কথা শুনলে নিজের পিঠ বাঁচাতে পারবেন, তা ভেবেই দিনরাত এক করে ফেলছেন তাঁরা। কিন্তু এরাজ্যের শাসক দল বা অন্য কোনও বিরোধী দল নয়, BLO-দের কাজ করতে হয় নির্বাচন কমিশনের নির্দিষ্ট নিয়ম মেনেই। তাঁদের নিয়োগ থেকে কর্তব্য, সবটাই বাঁধা রয়েছে কমিশনের খাতায়। আর স্বচ্ছ ভোটার তালিকা তৈরির ক্ষেত্রে, একেবারে শিকড়ে কাজ করা এই BLO-দের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
BLO-দের মুখ্য়মন্ত্রীর হুঁশিয়ারি ইস্য়ুকে সংসদে নিয়ে গেল বিজেপি
BLO-দের মুখ্য়মন্ত্রীর হুঁশিয়ারি ইস্য়ুকে সংসদে নিয়ে গেল বিজেপি। প্রশাসনিক সভা থেকে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান, গত কয়েকদিনে ভোটার তালিকায় নাম বাদ নিয়ে BLO-দের কার্যত হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে খোদ মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে। এবার সেই ইস্য়ুকেই সংসদে নিয়ে গেল বিজেপি। এই মর্মে আলোচনা চেয়ে রাজ্যসভার সেক্রেটারি জেনারেলকে চিঠি দিলেন বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য। চিঠিতে তিনি লিখেছেন, পশ্চিমবঙ্গে প্রশাসনিক ব্যক্তিরা ভারতের নির্বাচন কমিশনের কর্তৃত্ব নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলছেন এবং বলছেন যে কমিশনের হয়ে কর্মরতরা রাজ্য সরকারের কাছে জবাবদিহি করবে, দেশের নির্বাচন কমিশনের নির্দেশ মেনে চলতে তাঁরা বাধ্য নন। গণতন্ত্রকে রক্ষা করতে যখন অবাধ ও স্বচ্ছ নির্বাচন অত্যাবশ্যক, তখন এই ধরনের কথা সাংবিধানিক সঙ্কটের ঝুঁকি তৈরি করছে এবং নির্বাচন কমিশনের বৈধতাকে অগ্রাহ্য করে বিপজ্জনক দৃষ্টান্ত তৈরি করছে। রাজ্যসভায় দেওয়া নোটিসে শমীক ভট্টাচার্য আশঙ্কা প্রকাশ করেছেন যে, পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের উপস্থিতি রয়েছে। সেই ভোটব্যাঙ্ক রক্ষা করতেই পরিচ্ছন্ন ভোটার তালিকা তৈরির এমন আগ্রাসী বিরোধিতা করা হচ্ছে। তাঁর অভিযোগ, তৃণমূল ক্ষমতার অপব্যবহার করে ভুয়ো ভোটারদের মাধ্যমে নির্বাচনের ফল বদলানোর চেষ্টা করছে। যদিও তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়ের দাবি, ভোটার তালিকায় বিশেষ সংশোধনের নামে সায়েন্টিফিক রিগিংয়ের চেষ্টা করছে বিজেপি।



















