Train Accident: সাতসকালে ঝাড়খণ্ডে রেল দুর্ঘটনা, মৃত ২, আহত ২০। ABP Ananda Live
Indian Railway: ফের ট্রেন দুর্ঘটনা, গত ২ মাসে ৩ বার ট্রেন দুর্ঘটনা । দুর্ঘটনাগ্রস্ত হাওড়া থেকে মুম্বইমুখী এক্সপ্রেস ট্রেন । ঝাড়খণ্ডের চক্রধরপুরে বেলাইন হাওড়া-সিএসএমটি এক্সপ্রেস । রাজাখারসওয়ান ও বরাবাম্বু রেল স্টেশনের মধ্যে দুর্ঘটনা । দুর্ঘটনায় ৫ থেকে ৬ জন আহত হয়েছেন বলে খবর। চক্রধরপুর থেকে রিলিফ ট্রেন রওনা দিয়েছে। এলাকায় পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে রেলের টিম। সূত্রের খবর, আগে বেলাইন হওয়া একটি মালগাড়ির কয়েকটি বগি রেললাইনের ওপরে পড়ে ছিল। ওই বগিগুলির সঙ্গে ধাক্কা লেগেই মুম্বইগামী হাওড়া-CSMT এক্সপ্রেস লাইনচ্যুত হয়। হাওড়া স্টেশনে খোলা হয়েছে হেল্প ডেস্ক। নম্বর দুটি হল- 033-26382217 এবং 94333-57920. দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে ১৮টি কামরা লাইনচ্যুত হয়ে যায়। প্রাথমিকভাবে স্থানীয়রাই উদ্ধারকাজে এগিয়ে আসে। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা দ্রুত খতিয়ে দেখা হচ্ছে। ট্রেনের যাত্রীদের ওই ঘটনাস্থল থেকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার কাজও শুরু হয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন চক্রধরপুরের ডিসিএম। তিনি পরিস্থিতি পর্যালোচনা করছেন। হাওড়া মুম্বইয়ে যাতায়াতের অন্যতম লাইন এটি। সেখানে এমন দুর্ঘটনায় যাত্রাপথ স্তব্ধ হয়ে রয়েছে।