Weather News: নিম্নচাপের প্রভাবে রাতভর বৃষ্টি জেলায় জেলায়, শনিবার থেকে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ
ABP Ananda LIVE: নিম্নচাপের প্রভাবে রাতভর বৃষ্টি জেলায় জেলায়। টানা বৃ্ষ্টিতে জলমগ্ন কলকাতার একাধিক এলাকা। সাত সকালে রাস্তায় বেরিয়ে দুর্ভোগ নিত্যযাত্রীদের। বৃষ্টিতে বাড়ছে গঙ্গার জলস্তর। দুপুর দেড়টা পর্যন্ত বন্ধ থাকবে গঙ্গার ধারের লকগেটগুলি। শনিবার থেকে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। বাংলা ও ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা।
কসবাকাণ্ডের আবহে বিস্ফোরক দাবি করে রোষের মুখে রাজন্যা
কসবাকাণ্ডের আবহে বিস্ফোরক দাবি করেছেন তৃণমূল ছাত্র পরিষদের সাসপেন্ডেড নেত্রী রাজন্য়া হালদার। আর সেই মন্তব্য় করেই এখন তৃণমূলের রোষে রাজন্য়া। এবার নাম না করে রাজন্যা হালদারকে আক্রমণ করলেন তৃণমূল কাউন্সিলর জুঁই বিশ্বাস। আর রাজন্যা হালদারের নাম শুনে, কার্যত তাচ্ছিল্য়ের হাসি দেখা গেল তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্য়োপাধ্য়ায়ের মুখে। পাল্টা জবাব দিয়েছেন রাজন্য়া হালদার।


















