IND vs ENG : 'সুযোগ পেলে ব্যাট হাতেও নিজের জাত চেনাবে', আকাশের সাফল্যে খুশি ছোটবেলার বন্ধু
ABP Ananda LIVE : বিহার থেকে বাংলা হয়ে বার্মিংহ্যাম। দূরত্ব অনেকটা। কিন্তু সব দূরত্বই ঘুচিয়ে দিয়েছেন তরুণ পেসার আকাশ দীপ। জন্ম বিহারে, ঘরোয়া ক্রিকেট খেলেন বাংলায়, আর দেশের জার্সিতে এজবাস্টনে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টেস্টে খেলতে নেমে তুলে নিলেন ১০ উইকেট। আকাশের সাফল্যে বেজায় খুশি ছোটবেলার বন্ধু বৈভব কুমার। তিনি বলছেন, ''ও ছোট থেকেই শৃঙ্খলাবদ্ধ ভীষণভাবে। সময়ের জ্ঞান রয়েছে। প্রতিদিনের রুটিন নিয়ম করে চলে। সবসময় ভাল পারফর্ম করার জন্য মরিয়া থাকে আকাশ। ব্যাট হাতে সুযোগ পেলে তাতেও নিজের জাত চেনাবে ও।''
আরও খবর,
'এতবড় দুর্নীতির অভিযোগ, তারপরও বলবেন কারও দোষ প্রমাণ হয়েছে?' প্রশ্ন বিচারপতির
এসএসসি-র নতুন নিয়োগ সং ক্রান্ত মামলায় আদালতের বড় নির্দেশ। বিচারপতি জানিয়ে দিলেন, নতুন যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে তাতে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা অংশ নিতে পারবেন না। তাঁদের ছাড়াই সংগঠিত করতে হবে নিয়োগ প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নিয়েই করতে হবে নিয়োগ প্রক্রিয়া, এসএসসি ও রাজ্যকে নির্দেশ দিল আদালত। সেই সঙ্গে বিচারপতি জানিয়ে দিলেন, নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্য কেউ ইতিমধ্যে আবেদন করে থাকলে,তাহলে তা বাতিল বলে গণ্য হবে। এদিন আদালতে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের পাশেই দাঁড়ায় রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন। চিহ্নিত অযোগ্যদের পাশে দাঁড়িয়েই সওয়াল করেন স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর যুক্তি, সুপ্রিম কোর্ট কোথাও বলেনি যে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না !






















