স্বাস্থ্য খারাপ যাচ্ছে ? ধীর্ঘদিন ধরে ভুগছেন সমস্যায় ? কী হবে এই সপ্তাহে ? তুলা থেকে মীন রাশির সাপ্তাহিক রাশিফল
Weekly Astrology : এই পর্বে দেখে নেওয়া যাক তুলা থেকে মীন - এই ছয় রাশির রাশিফল।
নতুন আরেক সপ্তাহ শুরু। কিছু কি লাভ হবে ? কী কী করলে তা আপনার জন্য লাভদায়ক হবে ? ঝুটঝামেলা, সমস্যা থেকে বাঁচতে কী কী সতর্কতা অবলম্বন করতে হবে আপনাকে। এই পর্বে দেখে নেওয়া যাক তুলা থেকে মীন - এই ছয় রাশির রাশিফল।
তুলা সাপ্তাহিক রাশিফল (Tula Saptahik Rashiphal)
ভাল ধনাগমের সুযোগ আসতে পারে চলতি সপ্তাহে। কর্মক্ষেত্রে পরিস্থিতি স্বাভাবিক ও ইতিবাচক থাকবে। লাভ করার যে অদম্য ইচ্ছা, তা সাকার করতে প্রচুর পরিশ্রম করতে হবে আপনাকে। পরিবারের লোকের সঙ্গে সপ্তাহের মধ্যভাগে ভারসাম্য বজায় রেখে চলার চেষ্টা করুন। ব্যবসায়ীদের জন্য লাভের সুযোগ রয়েছে এই সপ্তাহে। জীবনসঙ্গীর পূর্ণ সহযোগিতা পাবেন। স্বাস্থ্যের ব্যাপারে নজর দিন।
বৃশ্চিক সাপ্তাহিক রাশিফল (Brischik Saptahik Rashiphal)
কোনও সমস্যা চলছে জীবনে ? স্বস্তি পেতে পারেন তা থেকে। ধনলাভের যোগ থাকবে এই সপ্তাহে। আয়ের যে ধারা তাতে বৃদ্ধির যোগও রয়েছে । পারিবারিক ও বৈবাবিক জীবন সুখের হবে। ছাত্রছাত্রীদের এই সপ্তাহে সাফল্য মিলবে। সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করবেন। তবে, টাকাপয়সা অধিক ব্যয় হওয়ার সম্ভাবনা। ভ্রমণের যোগ রয়েছে।
ধনু সাপ্তাহিক রাশিফল (Dhanu Saptahik Rashiphal)
ভাল হবে সপ্তাহের শুরুটা। মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তায় থাকবেন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মন মিলিয়ে কাজ করলে সুবিধা ও লাভ হবে। প্রেমিক-প্রেমিকাদের জন্য সপ্তাহটি শুভ হতে পারে। সপ্তাহের শেষে আচমকা টাকাপয়সা লাভ হতে পারে। ভাই-বোনের সঙ্গে মধুর থাকবে সম্পর্ক। সন্তানের সহযোগিতা পাবেন।
মকর সাপ্তাহিক রাশিফল (Makar Saptahik Rashiphal)
সপ্তাহে ধনলাভের যোগ আপনার আর্থিক স্থিতিকে পরিবর্তন করে দিতে পারে। এর ফলে মজবুত হবে পরিস্থিতি। কাজ নিয়ে নিজের আত্মবিশ্বাস বেশি থাকবে। সাহসিকতার উপর ভর করে কাজে সাফল্য অবলম্বন করবেন। কোনও বিষয় নিয়ে মনে ভ্রম তৈরি হতে পারে এই সপ্তাহে। কর্মক্ষেত্রে বসেদের সঙ্গে তালমিল ঠিক থাকবে। সপ্তাহের শেষভাগে কিছু সমস্যা দেখা দিলেও দিতে পারে। শারীরিকভাবে ক্লান্তি অনুভব করতে পারেন।
কুম্ভ সাপ্তাহিক রাশিফল (Kumbha Saptahik Rashiphal)
এই সপ্তাহে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য কোনও সুখবর আসতে পারে। দিনযাপনে আসতে পারে পরিবর্তন। কাজ নিয়ে পরিস্থিতি হবে মজবুত। ভাগ্য সুপ্রসন্ন থাকারই সম্ভাবনা। পারিবারিক জীবন সুখে কাটবে। ভাল হবে দাম্পত্য জীবনও। নিজের সঞ্চয় বৃদ্ধি হবার সম্ভাবনা। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। মাংসপেশির টান ভোগাতে পারে।
মীন সাপ্তাহিক রাশিফল (Meen Saptahik Rashiphal)
সপ্তাহের শুরুটা ভালো নাও হতে পারে মীন রাশির জাতক-জাতিকাদের। কর্মক্ষেত্রে পরিস্থিতি ভাল থাকারই সম্ভাবনা। ভাল লাভ হয়ে যেতে পারে। সন্তান ও জীবনসঙ্গীর জন্য ভালবাসা বাড়বে। ব্যবসায় মিশ্রফল। বড় কোনও উপলব্ধি হবে ব্যবসাক্ষেত্র থেকে। আয়ে বৃদ্ধির যোগ রয়েছে। মনকে শান্ত রাখুন। তাতেই আপনার উপকার হবে।
আরও পড়ুন : ধনপ্রাপ্তি যোগ কেমন ? চাকরি-বাকরি হবে ? দুর্ঘটনা এড়িয়ে চলবেন কারা ? মেষ থেকে কন্যা রাশির সাপ্তাহিক রাশিফল
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
তথ্যসূত্র - কলাশান্তি জ্যোতিষ ( আইএএন এস লাইফ)
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।