Aston Martin Vanquish : অ্যাস্টন মার্টিন ভারতে নিয়ে এল এই সুপারকার, দেখে নিন ছবি
Aston Martin ভারতে তার V12 Vanquish লঞ্চ করেছে 8.9 কোটি টাকায়।

Cars : বিলাসবহুল গাড়ির (Luxury Cars) পাশাপাশি পারফরম্যান্সের জন্য় বিখ্যাত এই কার (Auto)। এবার অ্য়াস্টন মার্টিন ভারতে নিয়ে এল ভ্যানকুইশ (Aston Martin Vanquish)। যার নজরকাড়া ডিজাইন আপনার মনে ধরবেই। জেনে নিন, এই গাড়ির দাম কত।
কত টাকা দাম রেখেছে কোম্পানি
Aston Martin ভারতে তার V12 Vanquish লঞ্চ করেছে 8.9 কোটি টাকায়। ভ্যানকুইশ হল তাদের সবচেয়ে শক্তিশালী V12 যদিও DB12 এর চেয়ে বেশি স্পোর্টিয়ার। নতুন প্রজন্মের Vanquish-এ রয়েছে একটি 5.2 লিটার টুইন টার্বো V12 ইঞ্জিন যা 835bhp এবং 1000nm টর্ক উৎপন্ন করে।
সর্বোচ্চ গতি কত
এটি অত্যন্ত শক্তিশালী একটি গাড়ি, কারণ এটি 3.3 সেকেন্ডে 0-100 কিমি গতি তুলতে পারে। এর সর্বোচ্চ গতি 345 কিমি প্রতি ঘণ্টা। নতুন প্রজন্মের ভ্যানকুইশ সত্যিই নজরকাড়া ডিজাইন নিয়ে এসেছে। যদিও আকারের দিক থেকে বেশ লম্বা এই গাড়ি। এটির সাধারণ চওড়া বনেট সহ DB12 এর চেয়ে আরও আক্রমণাত্মক চেহারা নিয়ে এসেছে এই কার। এই গাড়ি দেখতে খুবই লম্বা লাগে। এই গাড়ির গ্রিলটিও বিশাল। এখানে অনেক অ্যাগ্রেসিভ টাচ রয়েছে।
পিছনে কী আলাদা স্টাইলিং
পিছনের স্টাইলিংও নজর কাড়বে আপনার। আরও আক্রমণাত্মক টেল লাইট রাখা হয়েছে এবার, যা এটিকে DB12 এর চেয়ে আলাদা চেহারা দেয়। অবশ্যই পারফরম্যান্স স্পেক টায়ার, সিরামিক ব্রেক এবং আরও অনেক কিছু রয়েছে এই গাড়িতে। ভিতরে এটি স্পোর্টস কারের মতোই দুটি আসন নিয়ে আসে। যেখানে এতে নতুন টাচস্ক্রিন ও অন্যান্য নতুন অ্যাস্টনগুলির মতো ইনফোটেইনমেন্ট সিস্টেম পাবেন।
কার্বন রুফ পাবেন গাড়িতে
অ্যাস্টন মার্টিনের এই মডেলে নতন কার্বন রুফের একটি অপশন আছে। যেখানে স্ট্যান্ডার্ড গাড়িতে পাবেন কাচের ছাদ। অবশ্যই স্ট্যান্ডার্ড একটি 8-স্পিদ অটোমেটিকের সুবিধা দেয়। নতুন গাড়ি আরও ব্যয়বহুল এক্সক্লুসিভ ফেরারি 12 সিলিন্ডার সঙ্গে প্রতিযোগিতা করার মতো দ্রুততম অ্যাস্টন মার্টিন।
টেসলার প্রিমিয়াম লাক্সারি সেডান প্রথমেই আসছে না ভারতের বাজারে (Indian Car Market)। পরিবর্তে বিক্রির কথা মাথায় রেখে কম দামি ইভি (EV দেশে আনার পরিকল্পনা করছে এলন মাস্কের (Elon Musk) কোম্পানি। অন্তত বিভিন্ন রিপোর্ট বলছে এই কথা।
কোন মডেল ভারতে আনতে চলেছে টেসলা
টেসলা ভারতে আনতে চলেছে ভলিউম ফোকাসড এন্ট্রি লেভেল রেঞ্জ, শোনা যাচ্ছে মডেল 3 ও মডেল Y আনবে এলন মাস্কের কোম্পানি। দুই মডেল বেশি বিক্রির কথা মাথায় রেখে ভারতে আনা হচ্ছে। এই দুটিই ভারতের জন্য ভেবেছে টেসলা। বিশ্বব্যাপী পরিচিত মডেল বলতে টেসলার কাছে রয়েছে মডেল S । এই মডেল S যদিও ভারতের জন্য খুব ব্যয়বহুল হবে। মডেল 3 BB ও BB-(এ)-র মতো কিছু BYD-র প্রতিদ্বন্দ্বী গাড়ি ভারতে আনবে কোম্পানি। এগুলি এস সিরিজ মার্সিডিজ-বেঞ্জ সি-ক্লাসের সঙ্গে তুলনা টানা যেতে পারে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
