Honda Activa: এই দিন থেকে শুরু হবে হোন্ডা অ্যাক্টিভার ই-স্কুটারের বুকিং, কেনার আগে জানুন ৫ বিশেষ ফিচার্স
Honda Activa Electric Scooter: হোন্ডা অ্যাক্টিভা ই-স্কুটারে ১.৫ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক লাগানো আছে যা হোন্ডার পাওয়ার প্যাক এক্সচেঞ্জার ই-ব্যাটারি সোয়াপিং স্টেশনে গিয়ে বদলে নেওয়া যেতে পারে।
Electric Scooter: হোন্ডা অবশেষে টু-হুইলার দুনিয়ায় ছোটখাটো বিপ্লব করতে চলেছে। এই সংস্থার সবথেকে জনপ্রিয় স্কুটার হোন্ডা অ্যাক্টিভার বৈদ্যুতিন ভার্সন আনতে চলেছে ভারতের বাজারে। বহুদিন ধরেই এই স্কুটারের (Honda Activa Electric) জন্য অপেক্ষা করছিল স্কুটারপ্রেমীরা। এবার বাজারে এসেছে হোন্ডা অ্যাক্টিভা ইলেকট্রিক। এর সঙ্গে আরেকটি বৈদ্যুতিন স্কুটার কিউসি ওয়ান বাজারে নিয়ে এসেছে হোন্ডা মোটরস। হোন্ডা অ্যাক্টিভা (Electric Scooter) আদপে একটি প্রিমিয়াম ইভি। এই স্কুটারে লাগানো ব্যাটারি খুলে আলাদা করে চার্জ দেওয়া যাবে, কারণ এতে ইনস্টল করা হয়েছে রিমুভেবল ব্যাটারি।
Honda Activa Electric-এর রেঞ্জ
হোন্ডা অ্যাক্টিভা ইলেকট্রিক স্কুটারে একটি ১.৫ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক লাগানো আছে যা হোন্ডার পাওয়ার প্যাক এক্সচেঞ্জার ই-ব্যাটারি সোয়াপিং স্টেশনে গিয়ে বদলে নেওয়া যেতে পারে। এই হোন্ডা বৈদ্যুতিন স্কুটারের আইডিসি রেঞ্জ হল ১০২ কিমি, এতে লাগানো ব্যাটারিতে ৬ কিলোওয়াট শক্তি পাওয়া যায় এবং ২২ এনএম টর্ক উৎপন্ন হয়। সর্বোচ্চ গতি সংস্থার দাবি অনুযায়ী ৮০ কিমি প্রতি ঘণ্টায়।
ভ্যারিয়ান্ট কী কী
হোন্ডা অ্যাক্টিভার এই ই-স্কুটার বাজারে দুটি ভ্যারিয়ান্ট নিয়ে এসেছে। একটি স্ট্যান্ডার্ড এবং অন্যটি হোন্ডা রোডসিঙ্ক ডুয়ো। এই ই-স্কুটারের ওজন ১১৮ কেজি থেকে ১১৯ কেজির মধ্যে। আর এই বৈদ্যুতিন স্কুটারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৭১ মিমি। এই টু হুইলারে ১৬০ মিমি ফ্রন্ট ডিস্ক ব্রেক এবং ১৩০ মিমি রিয়ার ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। এই ইভির উভয় চাকাতে ১২ ইঞ্চির হুইল রয়েছে।
কবে থেকে শুরু হবে বুকিং
হোন্ডা অ্যাক্টিভার এই নতুন আকর্ষণীয় বৈদ্যুতিন স্কুটারে মোট তিনটি রাইডিং মোড দেওয়া হয়েছে। এই স্কুটারে আপনি পাবেন ইকো, স্ট্যান্ডার্ড এবং স্পোর্ট মোড। এর বেস ভ্যারিয়ান্টে একটি ৫ ইঞ্চির টিএফটি ডিসপ্লে রয়েছে যার সঙ্গে ব্লুটুথ সংযোগের সীমিত ফাংশন দেওয়া হয়েছে। এই স্কুটারের টপ এন্ড ভ্যারিয়ান্ট রোডসিঙ্ক ডুয়োতে রয়েছে একটি ৭ ইঞ্চির ড্যাশবোর্ড যাতে টার্ন বাই টার্ন নেভিগেশন এবং নোটিফিকেশন বা অ্যালার্টের সুবিধে রয়েছে। এই স্কুটারের বুকিং শুরু হবে আগামী বছর জানুয়ারি মাস থেকে। সংস্থার দাবি, ১ জানুয়ারি ২০২৫ থেকেই শুরু হবে এই স্কুটারের বুকিং এবং আগামী মার্চ মাস থেকে স্কুটারের ডেলিভারি শুরু হয়ে যাবে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Ola Electric Scooter: মাত্র ৪০ হাজারেই পাবেন ওলার এই নতুন বৈদ্যুতিন স্কুটার- কত রেঞ্জ, কী ফিচার্স ?