Honda Car: হোন্ডার এই এসইউভিতে দারুণ ছাড়, এখন কিনলে ১.২৬ লক্ষ টাকা কমে পাবেন এই গাড়ি
Honda SUV Discount Offer: ভারতের বাজারে হোন্ডা অ্যামেজ দেশের সবথেকে বেশি বিক্রি হওয়া সেডান গাড়িগুলির তালিকায় শীর্ষে আছে। মারুতি সুজুকি ডিজায়ার এবং হুন্ডাই অরার সঙ্গে টেক্কা দেবে এই গাড়ি।
Honda Amaze: আপনি যদি কোনো নতুন সেডান গাড়ি কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে আপনার জন্য বড় সুখবর আছে। গাড়ি নির্মাতা সংস্থা হোন্ডা (Honda Cars) একটি বাম্পার ছাড়ের সুযোগ নিয়ে এসেছে গ্রাহকদের জন্য। হোন্ডার অতি জনপ্রিয় সেডান গাড়ি বা এসইউভি হোন্ডা অ্যামেজে (Honda Amaze) মিলছে বিপুল ছাড়। এই মাসে এই সেডান কিনলে আপনি সর্বোচ্চ ১.২২ লক্ষ টাকা পর্যন্ত ছাড়ের সুযোগ পাবেন। তবে এরপরে আর এই অফার পাওয়া যাবে না।
ভারতের বাজারে হোন্ডা অ্যামেজ দেশের সবথেকে বেশি বিক্রি হওয়া সেডান গাড়িগুলির তালিকায় শীর্ষে আছে। মারুতি সুজুকি ডিজায়ার এবং হুন্ডাই অরার সঙ্গে টেক্কা দেবে এই গাড়ি। চলুন জেনে নেওয়া যাক ছাড়ে এই গাড়ি কিনতে হলে আপনি কী কি ফিচার্স পাবেন, দামই বা কত পড়বে।
হোন্ডা অ্যামেজের সেরা ফিচার্স
হোন্ডার এই গাড়িতে আপনি পাবেন ৭ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, এলইডি ফগ ল্যাম্প, এলইডি প্রজেক্টর, প্যাডল শিফটার, ক্রুজ কন্ট্রোলের সুবিধা। ডুয়াল ফ্রন্ট এয়ারব্যাগ, রিয়ার পার্কিং ক্যামেরা সেন্সরও এতে পাওয়া যাবে গাড়ির সুরক্ষার জন্য। হোন্ডা অ্যামেজে গাড়ি নির্মাতা সংস্থা দিচ্ছে দুটি ইঞ্জিনের বিকল্প। একটি ১.২ লিটারের পেট্রোল ইঞ্জিন রয়েছে যাতে ৯০ বিএইচপি শক্তি ও ১১০ এনএম টর্ক উৎপন্ন হয়।
হোন্ডা অ্যামেজ একটি ১.৫ লিটারের ডিজেল ইঞ্জিনের সঙ্গে বাজারে এসেছে, এতে ১০০ বিএইচপি শক্তি ও ২০০ এনএম টর্ক উৎপন্ন হয়। এর সঙ্গে গাড়িতে আপনি পেয়ে যাবেন ৫ স্পিডের ম্যানুয়াল গিয়ারবক্স যা এর সমস্ত ভ্যারিয়ান্টেই থাকবে।
কত দামে পাবেন এই গাড়ি
এই গাড়ির দামের কথা বলতে গেলে হোন্ডা অ্যামেজের এক্স শোরুম দাম রয়েছে ৭.২০ লক্ষ টাকা, সর্বোচ্চ দাম ধার্য করা হয়েছে ৯.৯৬ লক্ষ টাকা। একইসঙ্গে মারুতি সুজুকি ডিজায়ার এবং টাটা টিগরের সঙ্গে জোর টেক্কা দেয় এই গাড়ি। এই ক্ষেত্রে একটু বাজেট সাশ্রয়ী গাড়ি কেনার ইচ্ছে থাকলে হোন্ডা অ্যামেজ একটি অসাধারণ বিকল্প হয়ে উঠতে পারে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Stock Market: ট্রাম্পের জয়ে উত্থান এলেও ফের পতন বাজারে, ৫ লক্ষ কোটির লোকসান বিনিয়োগকারীদের