Mahindra Car: মহিন্দ্রা থারের ৫ ডোর মডেল আসবে বাজারে, দুরন্ত সব ফিচার্স- প্রকাশ্যে ফার্স্ট লুক
Mahindra Thar 5 Door: আমরা যদি মহিন্দ্রা থারের ৫ ডোর মডেলের লুক দেখি তাহলে লক্ষ্য করে দেখব যে এই গাড়িতে রয়েছে একটা দীর্ঘ হুইলবেস। আর্মাডা ৫ ডোরে লাগানো হয়েছে এক সেট অতিরিক্ত দরজা।
সোমনাথ চট্টোপাধ্যায়: মহিন্দ্রা থারের আর্মাডা ৫ ডোরের মডেলের লুক সম্প্রতি প্রকাশ্যে এসেছে। তবে মহিন্দ্রার এই নতুন গাড়ির লুক এর ৩ ডোরের মডেলের লুকের থেকে অনেকটাই আলাদা। মহিন্দ্রার ৩ ডোরের তুলনায় এই ৫ ডোরের মডেলে (Mahindra Cars) পাবেন এলইডি প্রজেক্টর হেডল্যাম্প। এছাড়াও এই গাড়িতে যে গ্রিল রাখা হয়েছে তা অন্য লুকের (Mahindra Thar) এবং অন্য গোত্রের। এই গ্রিলে ৫ ডোর ইন্ডিকেশন রয়েছে। এতে ডাবল স্লটগুলির প্যাটার্ন অনেকটাই আলাদা। তবে মহিন্দ্রা থার আর্মাডার (Mahindra Thar 5 Door Armada) ৩ ডোর মডেলে ছিল একতা সাদামাটা ৭ স্লটের গ্রিল।
মহিন্দ্রা থার ৫ ডোর স্টাইলিং
আমরা যদি মহিন্দ্রা থারের ৫ ডোর মডেলের লুক দেখি তাহলে লক্ষ্য করে দেখব যে এই গাড়িতে রয়েছে একটা দীর্ঘ হুইলবেস। আর্মাডা ৫ ডোরে লাগানো হয়েছে এক সেট অতিরিক্ত দরজা। এই দরজা ছাড়াও এই গাড়ির আয়নাতে লাগানো ক্যামেরাতে ৩৬০ ডিগ্রি ভিশন পাওয়া যাবে।
এই আর্মাডা মডেলের রিয়ার ডোরের লোকেশন সম্পূর্ণ আলাদা। এছাড়া রিয়ার ডোর হ্যান্ডল ফ্রন্ট ডোর হ্যান্ডলের থেকে অনেকটাই ছোট রয়েছে। আমরা যদি মহিন্দ্রা আর্মাডার ৩ ডোর মডেলের সঙ্গে তুলনা করি, তাহলে দেখব এই নতুন গাড়ির লুক অনেকটাই প্রিমিয়াম গোছের। লুক ৩ ডোরের থেকে অনেকটাই বদলে গিয়েছে বলা চলে।
মহিন্দ্রা ৫ ডোর আর্মাডার ফিচার্স কী আছে
আগের থেকে মহিন্দ্রা থার আর্মাডার কেবিন আকারেও বড় এবং অনেক বেশি প্রিমিয়াম লুকের। এতে আরও অনেক বেশি ফিচার্স রয়েছে বলা চলে। এর ১০.২৫ ইঞ্চির স্ক্রিন এবং আধুনিক গাড়ির প্রযুক্তি একে আকর্ষণীয় করে তুলেছে। এই গাড়িতে আবার থাকবে ১০.২৫ ইঞ্চির ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে। একটি ৩৬০ ডিগ্রির ক্যামেরা, এডিএএস সিস্টেম, সানরুফের সঙ্গে অন্য অনেক ফিচার্স এই মহিন্দ্রা থার আর্মাডা ৫ ডোরে দেখা যাবে।
পাওয়ারট্রেন কী থাকছে
৩ ডোরের মতই একই ইঞ্জিন পাওয়া যাবে মহিন্দ্রা ৫ ডোর আর্মাডার গাড়িতে। একটা টার্বো পেট্রোল ইঞ্জিন এবং একটা ডিজেল ইঞ্জিনের বিকল্প রয়েছে এই গাড়িতে। ৪ হুইল ড্রাইভের ফিচার্সও রয়েছে এই গাড়িতে। এক্ষেত্রে রিয়ার হুইল ড্রাইভ স্ট্যান্ডার্ড রাখা হয়েছে।
কবে আসবে বাজারে
২০২৪ সালের ১৫ অগস্ট বাজারে আসতে চলেছে মহিন্দ্রা থারের এই নতুন মডেল। ৩ ডোরের থেকে এর দাম খানিক বেশি হতে পারে বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন: Hyundai Car: এই জনপ্রিয় গাড়ির সিএনজি ভার্সন নিয়ে এল হুন্ডাই, পাবেন তিন তিনটে ভ্যারিয়ান্ট- কত দাম ?