Maruti Dzire: বাজারে এসেছে মারুতি ডিজায়ারের নতুন ভার্সন, দারুণ সব ফিচার্স পেতে কি টাকা বেশি দিতে হবে ?
Maruti Dzire New Price comparison: একেবারে অত্যাধুনিক সব ফিচার্স আনা হয়েছে মারুতি ডিজায়ারের নতুন গাড়িতে। এতে সবথেকে বড় বদল এসেছে এই গাড়িতে জুড়ে গিয়েছে সানরুফ। এছাড়া কিছু সেফটি ফিচার্সও জুড়ে গিয়েছে।

Maruti Cars: ভারতের বাজারে সম্প্রতি লঞ্চ হয়েছে মারুতি ডিজায়ারের নতুন মডেল। এই গাড়িতে রয়েছে একটি নতুন পাওয়ারট্রেন। এর পাশাপাশি মারুতি ডিজায়ারে (Maruti Dzire New) আবার সানরুফও রয়েছে। এতে আরও কিছু কিছু নতুন ফিচার্স যুক্ত হওয়ার পাশাপাশি নতুন ডিজায়ারের দাম আগের মডেলের থেকে মাত্র ২২ হাজার টাকা বেড়েছে। আগের মারুতি ডিজায়ারের মডেলের এক্স শোরুম দাম ছিল যেখানে ৬.৫৭ লক্ষ টাকা, সেখানে এই নতুন মারুতি ডিজায়ার (Maruti Dzire Features) মডেলের দাম রয়েছে ৬.৭৯ লক্ষ টাকা।
১১ নভেম্বর বাজারে এসেছে নতুন মারুতি ডিজায়ার
বিগত ১১ নভেম্বর বাজারে এসেছে মারুতি ডিজায়ারের নতুন প্রজন্মের মডেল। এই নতুন মডেলের দৈর্ঘ্য ৪ মিটারের কম রাখা হয়েছে। মোট ৪টি ভ্যারিয়ান্ট নিয়ে বাজারে এসেছে এই গাড়িটি। এই ভ্যারিয়ান্টগুলি হল যথাক্রমে LXi, VXi, ZXi এবং ZXi+। এই গাড়িতে ৩৮২ লিটারের বুট স্পেস রয়েছে। একেবারে নতুন সুইফটের মতই এই গাড়িকে ডিজাইন করা হয়েছে।
মাত্র ২২ হাজার বেশি দিয়েই পাবেন নতুন ফিচার্স
একেবারে অত্যাধুনিক সব ফিচার্স আনা হয়েছে মারুতি ডিজায়ারের নতুন গাড়িতে। এতে সবথেকে বড় বদল এসেছে এই গাড়িতে জুড়ে গিয়েছে সানরুফ। এছাড়া কিছু কিছু নতুন সেফটি ফিচার্সও জুড়ে গিয়েছে এই গাড়িতে। ৬টি এয়ারব্যাগ এবং টায়ার প্রেশার মনিটরিং সিস্টেমও রাখা হয়েছে এই গাড়িতে।
হিল হোল্ডের সঙ্গে ইলেকট্রনিক স্টেবিলিটির ফিচার্সও পাওয়া যাবে এই গাড়িতে। আর এই সমস্ত ফিচার্সের সঙ্গে সঙ্গে মারুতি ডিজায়ার ক্র্যাশ টেস্টেও উত্তীর্ন হয়েছে। এই কারণে গ্লোবাল এনসিএপিতে এই গাড়ি ৫ স্টার রেটিং পেয়েছে।
মারুতি ডিজায়ারের নতুন পাওয়ারট্রেন
মারুতি ডিজায়ারে একটা জেড সিরিজের ইঞ্জিন রাখা হয়েছে। এই মারুতির গাড়িতে ১.২ লিটারের ৩ সিলিন্ডার ইঞ্জিন রয়েছে, ম্যানুয়াল আর অটোমেটিক ট্রান্সমিশন দুটি ক্ষেত্রেই এই সুবিধে মিলবে গাড়িতে। এই নতুন মারুতি ডিজায়ারে ২৪.৭৯ কিমি প্রতি লিটার মাইলেজ পাবেন আপনি ম্যানুয়াল ট্রান্সমিশনে, আর এএমটি ট্রান্সমিশনে আপনি মাইলেজ পাবেন ২৫.৭১ কিমি প্রতি লিটারে। আর এই মারুতি ডিজায়ারের সিএনজি ভার্সনে আপনি এক কেজি গ্যাসে যেতে পারবেন ৩৩.৭৩ কিমি রাস্তা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Tata Jaguar: টাটার জাগুয়ারের বৈদ্যুতিন ভার্সন আসছে বাজারে, কবে হবে লঞ্চ ? কত দামে পাবেন ?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
