Maruti Swift: আপডেটেড ভার্সন আনছে মারুতি, নতুন কী কী ফিচার্স জুড়ছে ?
Maruti Suzuki Swift 2024: ৩৬০ ডিগ্রি ক্যামেরা, আরক্যামাইনস সারাউন্ড সিস্টেম সহ আরও কিছু বিশেষ ফিচার্স আছে মারুতি সুজুকি সুইফটের ২০২৪-এর ভার্সন। এতে ক্লাইমেট কনট্রোল ফিচার্সও থাকছে।
New Swift 2024: ভারতের বাজারে আবার ফিরছে মারুতি সুজুকি সুইফটের নতুন ভার্সন। ২০২৪ আপডেটেড ফেসলিফট সুইফটের ভার্সন আর কিছুদিনের মধ্যে বাজারে আসবে। তবে জানা গিয়েছে, এই নতুন ফেসলিফটেড মডেলে আরও কিছু নতুন ফিচার্স রয়েছে। এখনকার মডেলের থেকে আরও কিছু নতুন বৈশিষ্ট্য জুড়ে যাবে নতুন সুইফটে। আর এই নতুন ফিচার্সগুলো অনেকক্ষেত্রে মারুতির (Maruti Suzuki Swift 2024) ব্যালেনো মডেলের মতই। এর সঙ্গে ৯ ইঞ্চির টাচস্ক্রিন, কানেক্টেড কার টেক, তাঁর সঙ্গে রিয়ার এসি ভেন্ট, ওয়্যারলেস চার্জার এবং আরও অনেক কিছু জুড়ে যাবে এই নতুন মডেলে।
আরও কী চমক থাকছে
মারুতি সুজুকির সুইফটের ফেসলিফটেড ভার্সনে থাকছে ৬ এয়ারব্যাগ থাকছেই স্ট্যান্ডার্ড হিসেবে আর তাঁর সঙ্গে আরও অনেক সেফটি ফিচার্স আসছে গাড়িতে। যে যে ইকুইপমেন্ট থাকছে এই গাড়িতে, তা অনেকটাই ব্যালেনো মডেলের মত। গ্লোবাল সুইফটের (Maruti Suzuki Swift 2024) মত না হলেও ভারতের এই সুইফট মডেলে হেডস আপ ডিসপ্লে থাকছে। এমনকী এতে একটা ম্যানুয়াল হ্যান্ডব্রেক ফিচার্সও জুড়ে যাচ্ছে।
কী কী নতুন ফিচার্স
৩৬০ ডিগ্রি ক্যামেরা, আরক্যামাইনস সারাউন্ড সিস্টেম সহ আরও কিছু বিশেষ ফিচার্স আছে মারুতি সুজুকি সুইফটের ২০২৪-এর ভার্সন। এতে ক্লাইমেট কনট্রোল ফিচার্সও থাকছে। আগামী ৯ মে বাজারে আসতে চলেছে এই নতুন গাড়ি। ইতিমধ্যেই বুকিং শুরু হয়ে গিয়েছে। ডিলারশিপের মাধ্যমে চলছে বুকিং। ১১,০০০ টাকা দিলেই আপনি বুক করে নিতে পারেন এই গাড়িটি।
ডিজাইনে কী বদল
এই মারুতির নতুন গাড়িতে ডিজাইনের দিক থেকে বড় বদল এসেছে। ইভলিউশনারি ডিজাইন ল্যাঙ্গোয়েজ এসেছে এই গাড়ির মডেলে। অনেক বেশি স্পোর্টিয়ার লুক রয়েছে এতে, যেখানে বেশ খানিক বদলও এসেছে।
পাওয়ারট্রেন কী থাকছে
পাওয়ারট্রেনের কথা বলতে হলে এতে একটা নতুন জেড সিরিজের ১.২ লিটার পেট্রোল ইঞ্জিন থাকছে যা কিনা এখনকার ইউনিটের (Maruti Suzuki Swift 2024) থেকে পুরোটাই বদলে যাবে। ফুয়েল এফিসিয়েন্সিও অনেকটাই বেড়ে যাবে। এটা হবে একটা মাইল্ড হাইব্রিড ইউনিট যেখানে একটা ৫ স্পিডের ম্যানুয়াল গিয়ারবক্স তাঁর সঙ্গে এএমটি অটোমেটিক ফিচার্স থাকছে এতে। এতে কোনও সিভিটি অটোমেটিক থাকছে না ব্যালেনো মডেলের মত। এখনকার সুইফটের থেকে এটি আলাদা হবে, একইসঙ্গে আলাদাভাবে টিউনড করা হবে এতে।
তবে এখনই সম্পূর্ণ ফিচার্স জানানো হয়নি। বাজারে আসার পর এর পারফরম্যান্স কেমন হয় সেটাই দেখার।
আরও পড়ুন: Best SUVs Under 10 Lakh: ১০ লাখ টাকার কম দাম, এগুলি ভারতের সেরা এসইউভি