Third Party Insurance: এই কাজ না করলে গাড়ি-বাইকে তেলও ভরাতে পারবেন না, পাবেন না FASTag, আসছে নয়া নিয়ম
Car Bike Insurance: ১৯৮৮ সালের মোটর ভেহিকল অ্যাক্ট অনুসারে, সমস্ত যানবাহনের জন্য থার্ড পার্টি ইনসিওরেন্স করাটা আবশ্যিক। এই ইনসিওরেন্সের অধীনে কোনো দুর্ঘটনা ঘটলে ক্ষতিপূরণ পাওয়া যায়।

Car Insurance: কেন্দ্রীয় অর্থমন্ত্রকের পক্ষ থেকে ভারতের সড়ক পরিবহন মন্ত্রককে বেশ কিছু নয়া নিয়ম চালু করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। মূলত গাড়ি-বাইকের থার্ড পার্টি ইনসিওরেন্সকে আরও জোর দেওয়ার জন্য নিয়ম কার্যকর করার কথা (Car Insurance) বলা হয়েছে। এমনকী এই নিয়মের অধীনে থার্ড পার্টি ইনসিওরেন্স ছাড়া গাড়ি বাইকে তেলও ভরানো যাবে না এবং ফাস্ট্যাগও নেওয়া যাবে না। এছাড়াও যে সমস্ত গাড়ির মালিকরা থার্ড পার্টি ইনসিওরেন্স (Third Party Insurance) নেননি, তাদের ড্রাইভিং লাইসেন্স রিনিউ না করার নিয়ম আনা হচ্ছে কেন্দ্রের তরফে।
১৯৮৮ সালের মোটর ভেহিকল অ্যাক্ট অনুসারে, সমস্ত যানবাহনের জন্য থার্ড পার্টি ইনসিওরেন্স করাটা আবশ্যিক। এই ইনসিওরেন্সের অধীনে কোনো দুর্ঘটনা ঘটলে ক্ষতিপূরণ পাওয়া যায় তৃতীয় পক্ষের মাধ্যমে। এই আইনি প্রয়োজনীয়তা সত্বেও ভারতের রাস্তায় এখন বেশিরভাগ যানবাহনেরই কোনো বিমা করা নেই। এক আধিকারিকের মত অনুসারে, মন্ত্রক এমন প্রস্তাব রাখার কথা ভাবছে যা মূলত পরিবহন পরিষেবার নিয়মে আমূল বদল আনবে। এই প্রস্তাবগুলির আসল লক্ষ্য বিমা কভারেজগুলির সঙ্গে যানবাহন-সম্পর্কিত পরিষেবাগুলিকে সংযুক্ত করা। এছাড়াও রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি এই নতুন নিয়মগুলি কঠোরভাবে মেনে চলবে।
সংসদীয় স্থায়ী কমিটি সম্প্রতি তৃতীয় পক্ষের বিমা কভারেজ বাড়ানোর বিষয়ে সরকারের কাছে সুপারিশ পেশ করেছে। যানবাহনের রেজিস্ট্রেশন এবং ইনসিওরেন্স কভারেজ এই দুই বিষয়েই যাতে সুষ্ঠুভাবে নজর রাখা যায় সেই চেষ্টা করছে কেন্দ্র। ইনসিওরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া (IRDAI)-এর পরিসংখ্যান অনুসারে ২০২৪ সালে ভারতের রাস্তায় চলা ৩৫-৪০ কোটি যানবাহনের ৫০ শতাংশের যথাযথ থার্ড পার্টি ইনসিওরেন্স রয়েছে। মোটর ভেহিকল অ্যাক্ট অনুযায়ী থার্ড পার্টি ইনসিওরেন্স ছাড়া গাড়ি চালানো একটি অপরাধ। প্রথম অপরাধ করলে ২০০০ টাকা জরিমানা হতে পারে, বা তিন মাসের জেলও হতে পারে। আর দ্বিতীয়বার একই অপরাধে দোষী সাব্যস্ত হলে ৪০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।
আরও পড়ুন: Air Busan Plane Accident: উড়ানের আগেই হঠাৎ দাউদাউ আগুন বিমানে, একটুর জন্য প্রাণ বাঁচল ১৬৯ যাত্রীর
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
