Royal Enfield: রয়্যাল এনফিল্ডের বুলেট নাকি হান্টার, কোন বাইকে পাবেন বেশি মাইলেজ ? দামেই বা কী ফারাক ?
Royal Enfield Bullet vs Royal Enfield Hunter: রয়্যাল এনফিল্ড হান্টার এবং বুলেটের মধ্যে কোন বাইকে মাইলেজ ভাল পাওয়া যাবে ? প্রায় একই মাইলেজ পাওয়া যাবে দুটি বাইকেই, তবে খানিক পার্থক্য আছে।
Bike Offer: শুধু যে ভারতেই রয়্যাল এনফিল্ডের বাইকের ব্যাপক চাহিদা রয়েছে, তেমনটা নয়। ভারতের বাইরেও বহু জায়গায় এই বাইকের জনপ্রিয়তা তুঙ্গে। যুবক-তরুণদের মধ্যে রয়্যাল এনফিল্ডের (Royal Enfield Hunter) চাহিদা অনেক বেশি ভারতে, অন্য সমস্ত বাইকের মধ্যে রয়্যাল এনফিল্ডের (Royal Enfield) হান্টার এবং বুলেট মডেলের চাহিদাই সবথেকে তুঙ্গে। এই দুই মডেলের বাইকই (Bike News) তাদের বোল্ড স্টাইলের জন্য বিখ্যাত। যারা এই রয়্যাল এনফিল্ডের বাইক (Royal Enfield Bullet) কিনতে চান, তাহলে জেনে নিন রয়্যাল এনফিল্ড হান্টার কিংবা বুলেটের মধ্যে কোন বাইকে ভাল মাইলেজ পাওয়া যাবে।
কোন বাইকে কত মাইলেজ দেবে
রয়্যাল এনফিল্ড হান্টার এবং বুলেটের মধ্যে কোন বাইকে মাইলেজ ভাল পাওয়া যাবে ? প্রায় একই মাইলেজ পাওয়া যাবে দুটি বাইকেই, তবে খানিক পার্থক্য আছে। বুলেট বাইকের মাইলেজের কথা বলতে গেলে এক লিটার তেলে এই বাইক যাবে ৩৫-৩৭ কিমি। আর হান্টার বাইকের কথা বললে এটিতে আপনি ১ লিটার তেলে ৩০-৩২ কিমি রাস্তা যাওয়া যাবে। তবে দুটি বাইকের ইঞ্জিন একই রকমের।
রয়্যাল এনফিল্ডের বুলেটের ফিচার্স
রয়্যাল এনফিল্ড বুলেট ৩৫০ মূলত জে সিরিজ প্ল্যাটফর্মের উপরে এই বাইকটি তৈরি হয়েছে। ৩৪৯ সিসির এয়ার কুলড সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে এই বাইকে। এই ইঞ্জিনে আপনি ৬১০০ আরপিএমে ২০ বিএইচপি শক্তি এবং ৪০০০ আরপিএমে ২৭ এনএম টর্ক উৎপন্ন হয়। বুলেটের এক্স শোরুম দাম রয়েছে ১.৭৫ লক্ষ টাকা। এটি এর প্রারম্ভিক দাম। এটি ব্যাটালিয়ন ব্ল্যাক শেড ভ্যারিয়ান্টের দাম ধার্য করা হয়েছে।
রয়্যাল এনফিল্ডের হান্টার ৩৫০
রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০ বাইকে ৩৪৯ সিসির সিঙ্গল সিলিন্ডার ৪ স্ট্রোকের এয়ার অয়েল কুলড ইঞ্জিন রয়েছে। এতে ফুয়েল ইঞ্জেকশন টেকনোলজি পাবেন আপনি। রয়্যাল এনফিল্ডের মিটিওর ৩৫০ এবং ক্লাসিক ৩৫০ বাইকেও একই ইঞ্জিন পাওয়া যাবে। এই বাইককে ৫ স্পিডের গিয়ারবক্স দেওয়া হয়েছে, এই ইঞ্জিনে আপনি ৬১০০ আরপিএমে ২০.২ বিএইচপি শক্তি এবং ৪০০০ আরপিএমে ২৭ এনএম টর্ক উৎপন্ন হয়। সর্বোচ্চ গতি ওঠে ১১৪ কিমি প্রতি ঘণ্টায়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Multibagger Stock: ১ মাসেই টাকা দ্বিগুণ, দুরন্ত গতিতে ছুটছে এই শেয়ার; সেরা মাল্টিব্যাগার এটিই