Turbo Cars: বাজারে এসেছে Altroz-এর রেসার মডেল, iTurbo-র সঙ্গে কী ফারাক ? নতুন কি বিশেষত্ব জুড়েছে ?
Tata Altroz Racer: টাটার নেক্সন মডেলটির মতই এই রেসার মডেলের পাওয়ারট্রেন বলা চলে। আর অন্য একটি টার্বো পেট্রোলের অ্যালট্রোজ মডেল হল আইটার্বো। একইভাবে রয়েছে একটি ১.২ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন।
সোমনাথ চট্টোপাধ্যায়: যে সমস্ত গাড়িপ্রেমীরা টাটার অ্যালট্রোজ (Tata Altroz Racer) মডেলটি কিনতে বা চালাতে পছন্দ করেন এর টার্বো ভার্সনের জন্য; তাদের কাছে এবার থেকে দু-দুটো টার্বো বিকল্প খুলে যাবে। তার মধ্যে একটি অন্যতম হল টাটা অ্যালট্রোজ রেসার। এই অ্যালট্রোজ রেসার মডেলটি খুবই শক্তিশালী একটি টার্বো (Turbo Cars) ভ্যারিয়্যান্ট, আর এবার এই মডেলটি বাজারে এসেছে ১.২ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন, ১২০ বিএইচপির ক্ষমতাসম্পন্ন ইঞ্জিনের সঙ্গে।
টাটার নেক্সন মডেলটির মতই এই রেসার মডেলের পাওয়ারট্রেন বলা চলে। আর অন্য একটি টার্বো পেট্রোলের অ্যালট্রোজ মডেল হল আইটার্বো (Tata iTurbo)। এটিতেও একইভাবে রয়েছে একটি ১.২ লিটারের টার্বো পেট্রোল ইঞ্জিন। তবে আইটার্বো পাওয়ারের দিক থেকে একটু কম শক্তিশালী, ১১০ বিএইচপি ক্ষমতা দেবে এই গাড়ির ইঞ্জিন। অ্যালট্রোজ রেসারের ৩০ এনএমের টর্ক দেওয়ার ক্ষমতা রয়েছে, আর আইটার্বোর থেকে যা কিনা ১০ বিএইচপি পাওয়ার বেশি জেনারেট করতে পারে।
এক্সটিরিয়রের দিক থেকে বলতে গেলে অ্যালট্রোজ রেসার (Altroz Racer) অনেক বেশি স্পোর্টিয়ার দেখতে এবং কিছুটা এর গ্রিলটাও আলাদা রকমের। এর সঙ্গে রয়েছে একটি ডুয়াল টোনের অরেঞ্জ প্লাস ব্যাক। এছাড়া অন্যান্য ব্ল্যাকেন্ড এক্সটিরিয়র বিট তো রয়েইছে। এর মধ্যে কিছু কিছু রেসিং স্ট্রিপ রয়েছে যা একে আলাদা একটা মাত্রা এনে দিয়েছে।
আর ইন্টিরিয়রের কথা বলতে গেলে আইটার্বো এবং অ্যালট্রোজ রেসারের মধ্যে বিপুল ফারাক রয়েছে। রেসারের মডেলে একটা বড়সড় টাচস্ক্রিন রয়েছে, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, হেড আপ ডিসপ্লে সহ আরও কত কি রয়েছে। স্ট্র্যান্ডার্ড অ্যালট্রোজের থেকেও এতে আছে একটা বড়সড় ওভারহাউল। তবে রেসারের মডেলটিতে কোনও ডিসিটি অটোমেটিক নেই, আর অন্যদিকে আইটার্বো মডেলটিও ম্যানুয়াল সেট করা।
যে সমস্ত গাড়িপ্রেমীরা বেশি শক্তিশালী গাড়ির খোঁজ করেন, তাদের জন্য টাটা অ্যালট্রোজ রেসার একটি অত্যন্ত উপযোগী মডেল হয়ে উঠবে। প্রতিযোগিতার বাজারে এই গাড়িগুলি অনন্য অভিজ্ঞতা এনে দেবে আপনাকে। আর কিছুদিনের মধ্যেই বাজারে অ্যালট্রোজ রেঞ্জের ফ্ল্যাগশিপ মডেল আসবে বলে জানা গিয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Porsche Car: মাত্র ২.১ সেকেন্ডেই ১০০ কিমি গতি ! চমকে দেবে পোর্শের এই মডেলের ফিচার্স