Toyota Urban Cruiser: বাজারে এল টয়োটার আর্বান ক্রুজার, লুকেই বাজিমাত- দাম কত ?
Toyota Urban Cruiser Launch: মূলত রি-ব্যাজ ইঞ্জিনিয়ারিং পদ্ধতির মাধ্যমে এই গাড়িটি তৈরি করা হয়েছে। মারুতি ফ্রঙ্কস ডিজাইনেরই কিছু অদল বদল করে তৈরি হয়েছে টয়োটা আর্বান ক্রুজার টেইজার।
Toyota Cars: মারুতি সুজুকির ফ্রঙ্কস মডেলের উপর ভিত্তি করে গড়ে উঠেছে টয়োটার এই নতুন মডেল আর্বান ক্রুজার টেইজার। ভারতের বাজারে আজই লঞ্চ হয়েছে এই মডেলটি (Toyota Urban Cruiser Taisor)। আগেই জানা গিয়েছিল আজ প্রকাশ্যে আসবে এই গাড়ির মডেল। মূলত রি-ব্যাজ ইঞ্জিনিয়ারিং পদ্ধতির মাধ্যমে এই গাড়িটি তৈরি করা হয়েছে। মারুতি ফ্রঙ্কস ডিজাইনেরই কিছু অদল বদল করে তৈরি হয়েছে টয়োটা আর্বান ক্রুজার টেইজার। তবে কিছু পার্থক্য রয়ে গিয়েছে।
কোথায় আলাদা আর্বান ক্রুজার টেইজার
আর্বান ক্রুজার টেইজারে রয়েছে একটা টুইকড বাম্পার আর একটা নতুন বড়সড় গ্রিল যা কিনা মারুতি ফ্রঙ্কসে ছিল না। এমনকী এর ডিআরএল লাইটিং সিগনেচারও সম্পূর্ণ আলাদা। টয়োটার এই ডিআরএল সম্পূর্ণ এক্সক্লুসিভ ধরা যায়। বাজারে আর কোনও মডেলে এই সিগনেচার নেই।
কী বদল এসেছে
গাড়ির যে মূল আকার আয়তন তা একই রয়েছে, কিন্তু বদলে গিয়েছে ইন্টিরিয়র। বদল এসেছে বাইরের লুকে এবং ফিচার্সেও। টয়োটা মারুতি ফ্রঙ্কসের থেকে তাঁর মডেলকে আলাদা করতে নিয়ে এসেছে নতুন অ্যালয় হুইল এবং তাঁর সঙ্গে নতুন রঙের ভ্যারিয়ান্ট।
ফিচার্স কী কী
রিয়ার স্টাইলিং কমবেশি এক থাকলেও বলা চলে এতে (Toyota Urban Cruiser Taisor) একটি কুপ স্টাইলের রিয়ার লুক আছে এবং আছে একটা টেপার্ড রুফলাইন। গাড়ির ভিতরে উঁকি দিলে দেখা যাবে এতে আছে একটা নতুন আপহোলস্ট্রি এবং এটাই একে সকলের থেকে আলাদা করেছে। রয়েছে একটা ৯ ইঞ্চির টাচস্ক্রিন। সব এক থাকলেও এই টাচস্ক্রিনের জন্য মডেলের লুকটাই বদলে গিয়েছে।
অন্যান্য ফিচার্স
অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে হেডস আপ ডিসপ্লে, ৩৬০ ডিগ্রি ভিউ ক্যামেরা, ক্লাইমেট কনট্রোল, কানেক্টেড কার টেকনোলজি ও আরও কত কি। ফ্রঙ্কসের মত এই আর্বান ক্রুজার টেইজারেও স্পেস রয়েছে যথেষ্ট। রুফলাইনের সঙ্গে হেডরুম একটু আপোশ করলেও লেগরুম বেশ ভাল।
পাওয়ারট্রেন
পাওয়ারট্রেনের (Toyota Urban Cruiser Taisor) কথা বলতে হলে, আর্বান ক্রুজার টেইজার এর পাওয়ারট্রেন সম্পর্কে জানিয়েছে যে এটি আছে ফ্রঙ্কসের মতই। ১.২ লিটার পেট্রোল ইঞ্জিন, ম্যানুয়াল গিয়ারবক্সের সঙ্গে আসছে এবং সঙ্গে থাকছে এএমটি অটোমেটিক। অন্য ইঞ্জিনটি একেবারে টয়োটা আর্বান ক্রুজার টেইজারের নিজস্ব এবং অভিনব। এতেই প্রথম একটি বুস্টার জেট টার্বো পেট্রোল ইঞ্জিন এল। ৬ স্পিড অটোমেটিক, প্যাডল শিফটার এবং ৫ স্পিড ম্যানুয়াল নিয়ে আসছে এই গাড়িটি।
দাম কত থাকছে
হাইরাইডারের দিক থেকে দেখলে এই আর্বান ক্রুজার টেইজার খুবই সাশ্রয়ী একটি গাড়ি হতে চলেছে। ৭.৭ লাখ টাকা থেকে শুরু হচ্ছে র দাম এবং সর্বোচ্চ দাম ধার্য হয়েছে ১০.৫ লাখ টাকা (টার্বো পেট্রোলের জন্য)।
আরও পড়ুন; Ola Scooter: চালক ছাড়াই চলবে স্কুটার, নিজে থেকেই হবে চার্জিং ! নতুন মডেলে কী চমক দেবে ওলা ?