Union Budget 2023: ভগবান গণেশকে উৎসর্গ করার দিনে পেশ, জ্যোতিষীর দৃষ্টিকোণ থেকে কেমন হতে পারে বাজেট ?
Budget 2023 Announcement : হিন্দু ধর্মে একাদশী তিথিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই এই দিনে অনেক শুভ কাজ করা হয়
কলকাতা : আর কিছুক্ষণের মধ্যেই সংসদে কেন্দ্রীয় বাজেট (Union Budget) পেশ করতে চলেছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। কিন্তু কেমন হবে এবারের বাজেট ? কারা হতে পারেন লাভবান ? জ্যোতিষশাস্ত্রের দিক থেকে এই বাজেটের দিনটিকে বিশেষ বলে মনে করা হচ্ছে। কারণ, এই বাজেটের দিনে মাঘ শুক্লার জয়া একাদশী এবং এর পাশাপাশি এদিন অনেকগুলি শুভ যোগও তৈরি হচ্ছে।
হিন্দু ধর্মে একাদশী তিথিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই এই দিনে অনেক শুভ কাজ করা হয়। একাদশী ভগবান বিষ্ণুর সঙ্গে সম্পর্কিত। মাঘ শুক্লপক্ষের জয়া একাদশী পালিত হচ্ছে বাজেটের দিনে অর্থাৎ আজ। যখন ভগবান বিষ্ণুর পুজো করা হবে। ভগবান বিষ্ণুর পুজো করলে মা লক্ষ্মীও প্রসন্ন হন।
জ্যোতিষশাস্ত্র অনুসারে, বাজেটের দিনে অর্থাৎ মাঘ শুক্লা একাদশীতে সর্বার্থ সিদ্ধি মহাযোগ গঠিত হচ্ছে। এই যোগ, শাস্ত্রে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই যোগে করা কাজ শুভ ফল দেয়। তবে আগামী ১ ফেব্রুয়ারি ভাদ্রের ছায়াও কিছুটা সময় থাকবে। শাস্ত্রে ভাদ্রকে অশুভ বলে ধরা হচ্ছে।
ভদ্রকাল (বিশেষ সময়) সকাল ৭টা ১০ থেকে শুরু হবে যা দুপুর ২ টো ১ মিনিট পর্যন্ত চলবে। সর্বার্থ সিদ্ধি যোগও সকাল ৭টা ১০ থেকে শুরু হয়ে পরের দিন ভোররাত ৩টে ২৩ মিনিটে শেষ হবে। এমন পরিস্থিতিতে ১ ফেব্রুয়ারি সর্বার্থ সিদ্ধি যোগের প্রভাব সারাদিন থাকবে।
বুধবার শুভদিনে বাজেট পেশ -
সপ্তাহের তৃতীয় দিন বুধবার, যার বিশেষ তাৎপর্য রয়েছে। কারণ বুধবার ভগবান গণেশকে উৎসর্গ করা হয়। কোনও শুভ, নতুন বা গুরুত্বপূর্ণ কাজ শুরু করার আগে ভগবান গণেশকে স্মরণ করা এবং পুজো করা গুরুত্বপূর্ণ।
যিনি সকল প্রকার সমস্যা দূর করেন তাকে বলা হয় বিঘ্নহর্তা। সেই কারণেই বুধবারের কাজকর্মে কোনও বাধা নেই বলে মনে করা হয়। এমন পরিস্থিতিতে, বুধবার ভারতের সাধারণ বাজেট ২০২৩-এর উপস্থাপনাকে জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে শুভ দিন হিসাবে বিবেচনা করা হচ্ছে।
ডিসক্লেইমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এই প্রকার কোনও ধরনের বিশ্বাস, তথ্যে এবিপি লাইভের কোনও সম্পাদকীয় মতামত নেই। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।