Gold Price: শুক্রবার সোনার দামে বড় বদল? কী বলছে আজকের রেটচার্ট?
হালফিলে সোনার দাম সামান্য বাড়া কমার মধ্যেই আছে। কলকাতার বাজারে আজ সোনা কিনতে কত খরচ হবে ? দেখে নিন নতুন রেটচার্ট।

গত অগাস্টেই লাখ টাকার গণ্ডি পেরিয়ে গিয়েছিল সোনার দাম। সেই দাম (Gold Price Today) বাড়তেই থাকে দীপাবলি পর্যন্ত। পুজো , দীপাবলি, ধনতেরসে সোনা কেনার হিড়িক বাড়ে। সোনার বাজারে চাহিদা ছিল অত্যন্ত বেশি। এরপর ধনতেরস থেকে দাম নামতে শুরু করে সোনার । এক ধাক্কায় অনেকটা দাম কমে। হালফিলে সোনার দাম সামান্য বাড়া কমার মধ্যেই আছে। কলকাতার বাজারে আজ সোনা কিনতে কত খরচ হবে ? দেখে নিন নতুন রেটচার্ট।
আজকের সোনার দাম ( ৮ নভেম্বর ২০২৫)
| সোনা | ওজন | দাম (টাকায়) |
| ২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ১২০০২ |
| ২২ ক্যারেট (কিনতে গেলে) | ১ গ্রাম | ১১৪০০ |
| ২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ১০৯২০ |
| ১৮ ক্যারেট | ১ গ্রাম | ৯৩৬০ |
| রুপো (৯৯৯) | ১ কেজি | ১৪৮৫৪৩ |
*Above rates are without 3% GST
*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।
সোনা কেনার সময় কী কী বিষয় খেয়াল রাখবেন
সোনার গয়নার মেকিং চার্জ: গয়না কেনার সময় গয়নার নকশা এবং বেশ কিছু বিষয়ের উপর মেকিং চার্জ নির্ভর করে। ভাল করে বুঝে নিন, মেকিং চার্জ বাবদ আপনাকে কত টাকা দিতে হবে।
সোনা বিক্রির নিয়ম বা বাই-ব্যাকের নিয়ম: গয়না কেনার ক্ষেত্রে বাই-ব্যাক পলিসি জেনে রাখা জরুরি। সেলস পার্সনদের থেকে নিশ্চিত হয়ে নিন, ভবিষ্যতে এই সোনা জুয়েলার্সের কাছে বিক্রি করলে কতটা অর্থ ফেরত পাবেন।
মনে রাখবেন, সোনার বিশুদ্ধতা সাধারণত ক্যারেটে মাপা হয়। কত ক্যারেটের সোনা (Gold Price Today) কিনছেন, দেখে নিন। প্রতি ক্যারেটের দাম আলাদা। সোনার দাম: যেদিন সোনা কিনছেন, সেদিন সোনার দাম কত, দেখে নিন। তারপর দোকানের দাম যাচাই করুন। গয়না কেনার ক্ষেত্রে বাই-ব্যাক পলিসি জেনে রাখা জরুরি। সেলস পার্সনদের থেকে নিশ্চিত হয়ে নিন, ভবিষ্যতে এই সোনা জুয়েলার্সের কাছে বিক্রি করলে কতটা অর্থ ফেরত পাবেন।
সার্টিফায়েড সোনা: শুধুমাত্র ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের পক্ষ থেকে সার্টিফাই করা সোনা কিনুন।
বিশুদ্ধতা: সোনার বিশুদ্ধতা সাধারণত ক্যারেটে মাপা হয়। কত ক্যারেটের সোনা (Gold Price Today) কিনছেন, দেখে নিন। প্রতি ক্যারেটের দাম আলাদা। সোনার দাম: যেদিন সোনা কিনছেন, সেদিন সোনার দাম কত, দেখে নিন। তারপর দোকানের দাম যাচাই করুন।






















